Uses Of Shall, Should, Will, Would

ইংরেজিতে কথা বলতে গিয়ে আমার সাধারণত shall, will, should, would  ইত্যাদি শব্দের ব্যাবহার করতে পারি না । কিন্তু আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলতে চান আপনার এগুলোর ব্যাবহার জানা জরুরি । তা না হলে আপনি কথা বলতে গিয়ে অনেক বাক্যে  ভুল করবেন  । 

#shall, will:  আপনি tense  পড়ে থাকলে আপনার বুঝতে দেরি হবে না এই দুটি word future tense  এর  ।
future indefinite : sub+ shall/ will
আর এদের past form হিসেবে should, would বসে ।  


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url