use of preposition
1.What is Preposition ?
Ans : pre অর্থ পূর্বে , position অর্থ অবস্থান । যে সকল পদ noun বা pronoun এর আগে বসে অন্য কোন শব্দের মধ্যবর্তী সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে । অন্যভাবে বলা যায় যে word একটি noun বা pronoun বা noun-equivalent এর পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word এর সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে Preposition বলে ।
Preposition প্রধানত – simple , compound , double , complex etc ভাগে বিভক্ত ।
Simple Preposition - in , at , up , to , by , for , from , of , through , over ইত্যাদি ।
compound ও double Preposition - without , into , upon , about , above , before , after , between , inside , beside , beyond ইত্যাদি ।
complex Preposition – according to , in according with , in fornt of , in case of , with a view to ইত্যাদি
preposition
বিভক্তি | Preposition | Example |
কর্তায় ১মা | Ramkamal is a boy. | |
কর্মে ২য়া কে,রে,প্রতি | To | The boy goes to school. The book was given to ram. |
করণে ৩য়া দারা,দিয়া,কর্তৃক | By | The snake was killed by ram. |
নিমিত্তে ৪র্থী জন্য | For | I waited for him. |
অপাদানে ৫মী হইত,থেকে, চেয়ে | From Than | The apple fell from the tree. |
সম্বন্ধে ৬ষঠী র,এর | Of | This is the book of ram. |
অধিকরনে ৭মী এ, য়, তে | In ,at | He lives in Calcutta . |
Appropriate Preposition
Abide by - মেনে চলা | Blind to – উপেক্ষা করে না দেখা | Look after – দেখাশুনা করা |
Abide with – সঙ্গে থাকা | Blind in – অন্ধ | Look for – খোঁজা |
Abide in – বাস করা | Look into – অনুসন্ধান করা | |
Care for – গ্রাহ্য করা | Look over – পরীক্ষা করা | |
Agree with – ব্যক্তির সাথে একমত | Care of – যত্ন নেয়া | |
Agree to – ব্যক্তি ছারা অন্যকিছুর সাথে একমত | Live on – খেয়ে বাঁচা | |
Call on – কারও সাথে দেখা করা | Live in – বাস করা | |
Adimit of – সুযোগপ্রাপ্ত হওয়া | Call in – ডেকে আনা | Live at – ছোট স্থানে বাস করা |
Adimit to – ভর্তি করা | Call for – চাওয়া | Live beyond – কোনোভাবে বাঁচা |
Adimit into – প্রবেশ করতে দেওয়া | ||
Consist of – গঠিত | Good for – ভালো | |
Attend to – মনোযোগ | Consist in – নিহিত থাকা | Good at – দক্ষ |
Attend on – সেবা করা | ||
Die of – রোগে মরা | Talk to/ with – কথা বলা | |
Angry at – কোন বস্তুর প্রতি ক্রদ্ধ হওয়া | Die by – দুর্ঘটনাই মরা | Waste of – অপচয় |
Angry with - ক্রদ্ধ হওয়া | Die for – আত্মত্যাগ করা | Wait for – অপেক্ষা করা |
Die from – পরিণতিতে মরা | Essential to – আব্যশক | |
Think of/about – –ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করা | Exchange for – বিনিময় করা | |
Think over - বস্তুর ক্ষেত্রে চিন্তা করা | Play at - খেলা | Famous for – বিখ্যাত |
Play on – বাজানো | Faith in - বিশ্বাস | |
Aware of – সচেতন | Gifted with – ভূষিত | |
According to – অনুসারে | Listen to – শোনা | Divide into - ভাগ করা |
Thank You sir..
Please give me the Definition of Sentence with examples and structure.Thanks in Advance.
Thank You and Here is the Clear Concept about all types of Sentence
just copy and paste the link to your web browser.
Link:
https://www.rapid-grammar.com/2021/03/clear-concept-about-all-types-of-sentence.html