Voice




Voice Change
[ Professor's Key To Govt Bank Job Full PDF Book এর পিডিএফ সরাসরি ডাউনলোড করে নিন এই পেজের শেষে দেখুন ডাউনলোড লিংক দেওয়া আছে ]

সাধারণ অর্থে Voice অর্থ কণ্ঠস্বর। কিন্তু ব্যাকরণে একে বলা হয় বাচ্য। Verb-এর যে Form দ্বারা কর্তা যখন কাজটি নিজে করে বা অন্যের মাধ্যমে সম্পাদন করিয়ে নেয় এবং কর্তার সঙ্গে কাজের সম্পর্ক দেখায় এবং এইভাবে Verb-এর রূপের যে পরিবর্তন ঘটে তাকে Voice বলে। যেমন:
a. He has made a basket.
b. A basket has been made by him.
ওপরের প্রথম বাক্যে কর্তা নিজে কাজ করেছে এবং দ্বিতীয় বাক্যে কর্তার ওপর কাজ করানো হয়েছে।
Voice সাধারণত দুই প্রকার। যথা—
1. Active voice (সক্রিয়বাচ্য)
2. Passive voice (নিষ্ক্রিয় বাচ্য)
1. Active voice: কর্তা নিজেই কাজ করে অর্থাৎ কর্তা সক্রিয় এরূপ বোঝালে verb-এর Active voice হয়। যেমন:
He has made a basket.
2. Passive voice: Verb-এর যে form দ্বারা কর্তা নিজে কাজ সম্পাদন করে না, বরং কাজটি অন্যের দ্বারা করানো হয় এরূপ বোঝায় তাকে Passive voice বলা হয়। যেমন:
A basket has been made by him.
Voice change-এর ক্ষেত্রে মৌলিক যে নিয়ম অনুসরণ করা হয় তা নিচে উল্লেখ করা হলো:
(i) Object হবে Subject
(ii) তারপর To be verb/Auxiliary verb বসবে
(iii) মূল verb-এর Past participle বসবে
(iv) Subject-টি Object-রূপে Preposition-এর পরে বসবে।
Voice change করার সময় একজন শিক্ষার্থীকে অবশ্যই বাক্যের Subject ও Object সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকতে হবে। নিচের নিয়ম অনুযায়ী এদের পরিবর্তন হয়ে থাকে।




লক্ষণীয় বিষয়:
(a) কোনো কোনো ক্ষেত্রে Active voice-এ দুটি Object-এর মধ্যে যেকোনো একটির পুরবে Preposition থাকে। এ ধরনের বাক্যে যে Object-টির পুরবে Preposition থাকে সেই Object-টি Passive voice -এর Subject হিসেবে ব্যবহূত হয় না। সঙ্গের দ্বিতীয় Object-টি Passive voice-এর Subject হিসেবে বসে।যেমন:
Active: She did for me the necessary things.
Passive: The necessary things were done for me by her.
(b) আবার কোনো কোনো সময় Active voice-এর দুটি Object থাকে। সে ক্ষেত্রে উক্ত Active Voice-কে Passive voice করার সময় প্রথম Object-টি অর্থাৎ ব্যক্তিবাচক Object-টিকে Subject করাই উত্তম।যেমন:
Active: The Headmaster teaches us English.
Passive: We are taught English by the headmaster.
Tense অনুযায়ী Auxiliary verb ব্যবহার করার নিয়ম:
Tense Active Passive
Present Indefinite do/does,PV1 am / is / are
Past Indefinite Did,PV2 was / were
Future Indefinite shall / will shall / will +be
Present continuous am/is/are am/is/are +being
Past continuous was / were was / were +being
Future continuous shall /will be shall be /will be + being
Present perfect have / has have / has +been
Past perfect Had had +been
Future perfect Shall /will have Shall have/will have +been
আরও কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন: Defective verb বা Modal auxiliary রয়েছে এরকম বাক্যকে Passive voice করার সময় নিচের নিয়মটি প্রযোজ্য হবে।
Active Passive
Used to Used to be
Might Might be
Should Should be
shall shall be
Would Would be
Could Could be
Tense অনুযায়ী Auxiliary verb ব্যবহার করার নিয়ম।
1. Present Indefinite Tense:Present Indefinite Tense-কে passive voice করতে হলে এই সূত্রটি অনুসরণ করতে হবে:
Subject (Object থেকে আগত) +am/is/are +মূল verb-এর Past participle+ by +Object (Subject থেকে
আগত)
Active: I write a letter.
Passive: A letter is written by me.
Active: They play football.
Passive: Football is played by them.
2. Present Continuous:Present continuous tense-কে passive voice করতে হলে এই সূত্রটি অনুসরণ করতে হবে:
Subject (Object থেকে আগত) + am being/is being/are being + মূল verb-এর Past participle + by + Object (Subject থেকে আগত)
Active: I am writing a letter.
Passive: A letter is being written by me.
Active: They are drawing many pictures.
Passive: Many pictures are being drawn by them.
3. Present Perfect: Present Perfect Tense-কে Passive voice করতে হলে এই সূত্রটি অনুসরণ করতে হবে:
Subject (Object থেকে আগত) + have been/has been + মূল verb-এর Past participle +by + Object (Subject থেকে আগত)
Active : I have written a letter.
Passive: A letter has been written by me.
Active: Sony has sung a song.
Passive: A song has been sung by Sony.
4. Past Indefinite Tense:Past Indefinite Tense-কে Passive voice করতে হলে এই সূত্রটি অনুসরণ করতে হবে:
Subject (Object থেকে আগত) + was/were + মূল verb-এর Past participle +by +Object (Subject থেকে আগত)
Active : Jony killed a tiger.
Passive: A tiger was killed by Jony.
Active: You did the job very nicely.
Passive: The job was done by you very nicely.
5. Past Continuous: Past Continuous Tense-কে Passive voice করতে হলে এই সূত্রটি অনুসরণ করতে হবে:
Subject (Object থেকে আগত) + was being/were being + মূল verb-এর Past participle + by + Object (Subject থেকে আগত)
Active: Raju was writing a letter.
Passive: A letter was being written by Raju.
6. Past Perfect: Past Perfect Tense-কে Passive voice করতে হলে এই সূত্রটি অনুসরণ করতে হবে:
Subject (Object থেকে আগত) + had been + মূল verb-এর Past participle + by + Object (Subject থেকে আগত)
Active : Raju had written a letter.
Passive: A letter had been written by Raju.
Active: You had finished the work very nicely.
Passive: The work had been finished by you very nicely.
7. Future Indefinite Tense:Future Indefinite Tense-কে Passive voice করতে হলে এই সূত্রটি অনুসরণ করতে হবে:
Subject (Object থেকে আগত) + shall be/will be + মূল verb-এর Past participle + by + Object (Subject থেকে আগত)
Active : Raju will write a letter.
Passive: A letter will be written by Raju.
Active: You will do the job very nicely.
Passive: The job will be done by you very nicely.
8. Future Continuous: Past Continuous Tense-কে Passive voice করতে হলে এই সূত্রটি অনুসরণ করতে হবে:
Subject (Object থেকে আগত) + shall be being/will be being + মূল verb-এর Past participle + by + Object (Subject থেকে আগত)
Active : Raju will be writing a letter..
Passive: A letter will be being written by Raju.
Active: You will be doing the job very nicely.
Passive: The job will be being done by you very nicely.
Sentence
Interrogative:
Interrogative sentence: এই sentence-এ যখন do, does বা did দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করে তখন subject-এর number, person ও tense অনুযায়ী পরিবর্তিত subject-এর পূর্বে ‘to be verb’ বসিয়ে Passive voice করতে হয়। যেমন:
Active: Do you like the book?
Passive: Is the book liked by you?
Active: Does he like the snake?
Passive: Is the snake liked by him?
Active: Did he beat the boy?
Passive: Was the boy beaten by him?
Active: Did he laugh at the poor?
Passive: Were the poor laughed at by him?
Interrogative বাক্যে ব্যবহূত বিভিন্ন tense-এর সাহায্যকারী ক্রিয়া দ্বারা বাক্য শুরু হলে passive voice করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb পরিবর্তিত subject-এর পূর্বে ব্যবহার করতে হয় এবং voice change-এর অন্যান্য নিয়ম পূর্বের মতোই থেকে যায়। যেমন:
Active: Has he done it?
Passive: Has it been done by him?
Active: Had he finished the work?
Passive: Had the work been finished by him?
Active: Was he making a doll?
Passive: Was a doll being made by him?
Who দ্বারা active voice শুরু হলে একে passive voice করার সময় বাক্যের প্রথমে by whom ব্যবহার করতে হয়। যেমন:
Active: Who spoke it?
Passive: By whom was it spoken?
Active: Who does?
Passive: By whom is it done?
Active: Who has broken the pencil?
Passive: By whom has the pencil been broken?
Active: Who is doing it?
Passive: By whom is it being done?
What দ্বারা কোনো প্রশ্নবোধক Active বাক্য আরম্ভ হলে Passive voice করার সময় what ঠিক what থাকে। যেমন—
Active: What did you do?
Passive: What was done by you?
Whom দ্বারা কোনো প্রশ্নবোধক Active voice শুরু হলে তাকে Passive voice করার সময় who বাক্যের প্রথমে ব্যবহার করতে হয়। যেমন—
Active: Whom do you want?
Passive: Who is wanted by you?
Active: Whom does he seek?
Passive: Who is sought by him?
Why, When, Where, How ইত্যাদি দ্বারা Interrogative active বাক্য শুরুn হলে Passive voice করার সময় উক্ত Interrogative adverb-গুলোই বাক্যেরপ্রথমে থেকে যায়। Voice change-এর অন্যান্য নিয়ম অবশ্যই পালনীয়। যেমন—
Active: Why does he disclose the fact?
Passive: Why is the fact disclosed by him?
Active: When will Jibon write it?
Passive: When will it be written by Jibon?
Active: Where did Mamun find you?
Passive: Where were you found by Mamun?
Active: How have you done this?
Passive: How has this been done by you?
Imperative:
Imperative Sentence: যে Sentence দ্বারা আদেশ, উপদেশ ও অনুরোধ বোঝায়, তাকে Impertive Sentence বলে। উক্ত Sentence-এর Active voice-এর object-কে let-এর Object-রূপে ব্যবহার করতে হবে। মূল Verb-এর Past participle হয় এবং তার পূর্বে be ব্যবহার করতে হয়। যেমন—
Active: Make a Kite.
Passive: Let a Kite be made (by you)
Active : Take care of your health.
Passive: Let your health be taken care of.
Imperative Sentence: Imperative Sentence-এর Active voice যখন let দ্বারা দেওয়া থাকে তখন Passive voice করার সময় নতুন করে আর let ব্যবহার করার দরকার হয় না। উক্ত let-কেই উক্ত বাক্যের শুরুতে বসিয়ে Indirect object-টিকে sub করে Passive করতে হয়।
যেমন—
Active: Let Putul read the book.
Passive: Let the book be read by Putul.
Active: Let me sing a song.
Passive: Let a song be sung by me.
দ্রষ্টব্য: Let-এর পরে Second person বসে না।
Imperative Sentence-এর Active voice-এর প্রথমে বা শেষে যদি adverb থাকে তবে Passive করার সময় তাকে বাক্যের শেষে রেখে দিতে হয়। যেমন—
Active : Help him now.
Passive: Let him be helped now.
Active: Always speak the truth.
Passive: Let the truth be spoken always.
Imperative Sentence-যদি Negative হয় তবে Passive voice করার সময় বাক্যের প্রথমে let not ব্যবহার করতে হয়। অন্যান্য নিয়ম পূর্বের মতোই থেকে যায়।
Active: Do not break the temple.
Passive: Let not the temple be broken (by you).
Complex Sentence:
Complex Sentence: Complex Sentence -কে Passive voice করতে হলে Principal clause ওSub-ordinate clause উভয়ের Passive করতে হয়। Principal clause-এর সাধারণত Object থাকে না। তাই উক্ত অংশের Object হিসেবে It নিতে হয়। যেমন—
Active: I know that you helped him.
Passive: It is known to me that he was helped by you.
Active: I thought that Babul had sung a song.
Passive: It was thought by me that a song had been sung by Babul.
N.B: Complex Sentence-এর Sub-ordinate clause-এর যদি Object না থাকে তবে উক্ত অংশের Passive voice করার দরকার হয় না। এ ধরনের Sentence-এর বেলায় Principal clause-এর subject হিসেবে It নিয়েও Passive voice করা যায়। তা ছাড়া sub-ordinate clause-এর that-সহ পরের সবটুকুকে Passive করার সময় বাক্যের Subject করে Passive করা যায়। যেমন—
Active: I know that he is a good boy
Passive: It is known to me that he is a good boy.
Or: That he is a good boy is known to me.
Compound Sentence:
And দ্বারা দুটি বাক্য যুক্ত হলে যদি and-এর উভয় অংশে Object থাকে তবে উভয়ই নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। আর and-এর পরবর্তী অংশে কোনো Object না থাকলে প্রথম অংশ বা পূর্ববর্তী অংশ পরিবর্তিত হয়। যেমন—
Active : He ate rice and went to school.
Passive: Rice was eaten by him and (he) went to school.
Active: He ate rice and gave me a pen.
Passive: Rice was eaten and I was given a pen by him.
Infinitive দ্বারাও Voice change করা যায়। যেমন—
I don’t like to be hated.
A bank is going to be opened by the manager.
লক্ষণীয়: কতগুলো Verb-এর পরে by preposition না বসে with, at, to ইত্যাদি বসে। যেমন—
Gratify = gratify with,
please = pleased with,
satisfy = satisfied with,
bless = blessed with,
glad = glad at,
know = known to,
surprise = surprised at,
fill = filled with ইত্যাদি।
Known verb-এর পরে to ও by উভয়ই বসে। যেমন—
He is known to me.
A tree is known by its fruits.
N.B: অনেক সময় আত্মপরিচয় দিতে হলে বা কোনো কাজের মাধ্যমে পরিচয় দিতে হলে known-এর পরে by বসে। একে অন্যের সঙ্গে পরিচয় অর্থে Known-এর পরে to বসে। যেমন—
Active: The boy pleased us all.
Passive: We all were pleased by the boy হবে না।
এক্ষেত্রে হবে-Passive: We all were pleased with the boy.
Active: Your work satisfied me.
Passive: I was satisfied with your work.
Active: His conduct annoyed me.
Passive: I was annoyed at his conduct.
N.B: অনেক সময় দেখা যায় Passive voice-এর Doer বা Agent থাকে না। এ ধরনের বাক্যের Voice পরিবর্তন করতে হলে Someone, People, We, The Boy, He ইত্যাদিকে Subject হিসেবে ব্যবহার করতে হয়। তবে কোনো কাজ যখন এক ব্যক্তিদ্বারা করা সম্ভব তখন Singular subject নিতে হয়। আর যখন কোনো কাজ একার পক্ষে সাধারণত করা সম্ভব নয় তখন Plural subject নিতে হয়। যেমন—
Passive: My pen was stolen.
Active: Someone stole my pen.
N.B: Voice Change করার ক্ষেত্রে। নিম্নলিখিত Verb-গুলোর Passive voice হয় না। কারণ এরা Intransitive verb: die, appear, seem, disappear, happen, belong, despair, allude, occur, ensure, wonder, comprise, perish, refer, issue, and indulge ইত্যাদি।
Incorrect: It was appeared.
Correct: It appeared.
Incorrect: It is happened.
Correct: It happened.
Incorrect: This book is belonged to me.
Correct: This book belongs to me.
N.B: Active voice-এ যখন has to, had to, is going to, was going to, ought to, used to, have got to ইত্যাদি উল্লেখ থাকে তখন Passive voice করার সময় উক্ত verb-গুলোর সঙ্গে be ব্যবহার করতে হয়। যেমন—
Active: He has to do work.
Passive: The work has to be done by him.
Active: We ought to love our country.
Passive: Our country ought to be loved by us.
কিছু ব্যতিক্রম নিয়মের Voice change:
1. Quasi-passive Verb: Quasi শব্দের অর্থ half বা অর্ধেক। অর্থাৎ Half-passive = Quasi-passive. অতএব বলা যায়, যেসব Verb Half passive-এর অর্থ প্রকাশ করে তাকে Quasi-passive verb বলে। এদের Passive করতে হলে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করতে হবে:
১ নম্বর সূত্র:Sub + Be verb + Complement + When (if) + It/they +Be verb + Verb-এর Past participle.
২ নম্বর সূত্র:Subject + Be verb + Verb-এরPast participle + Complement.
Active: Honey tastes sweet.
Passive: Honey is sweet when it is tasted. (১ নম্বর সূত্র)
Honey is tasted sweet. (২ নম্বর সূত্র)
Active: The bed feels soft.
Passive: The bed is soft when it is felt / The bed is felt soft.
Active: This story reads funny.
Passive: This story is funny when it is read / This story is read funny.
2. Reflexive Verb:
যে verb-এর Subject এবং Object একই ব্যক্তি তাকে Reflexive verb বলে এবং Object-টিকে Reflexive object বলে। একে Subject করা যায় না। একে by-এর পরেই রেখে দিতে হয়। যেমন—
Active: He hurt himself.
Passive: He was hurt by himself.
Active: She killed herself.
Passive: She was killed by herself.
Active: He poisoned himself.
Passive: He was poisoned by himself.
3. Factitive Object: যেসব Object ক্ষণস্থায়ী অর্থাৎ মানুষের মতামতের ওপর যাদের স্থায়িত্ব নির্ভর করে সেসব Object-কে Factitive object বলে। এদের স্থায়িত্ব স্বল্প বিধায় এদেরকে বাক্যের Subject করা যায় না। তাই এদের পূর্ববর্তী Object-কে Subject করে Passive voice করতে হয়। যেমন—
Active: We made him captain.
Passive: He was made captain by us.
Or
Captain was made him by us হবে না।
Active: We call him a fool.
Passive: He is called a fool by us.
Or
A fool is called him by us হবে না।

Professor's Key To Govt Bank Job Full PDF Book
Part - 7 ( Download Now ! )
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url