All About WH Words


Wh word/ Question কি ?
উ: সাধারণত who, what, whom, when ইত্যাদি wh সম্বলিত word দ্বারা প্রশ্ন বোধক বাক্যকে Wh word/ Question বলে ।
Q. Wh word/ Question কয়টি?
 উ: ৯টি ।  এগুলো - Who, What, Whom,  Which, When,  Where,  Why, Whose,

Who :
1. Who-এর অর্থ কয়টি ও কী কী? উ: কে, কে কে, কারা
2. Who-এর ‍Subjective, Objective এবং Possessive রূপ কী?
3. Who-এর singular রূপ এবং Plural রূপ কিভাবে বুঝব?
4. ‘Who’ Sentence-এর মধ্যে কোথায় কিভাবে বসে?
5. Who-এর পরে কখন does(এরূপ verb), is, has, was বসে এবং
বসানোর পর কী অর্থ প্রকাশ করে?
6. Who-এর পরে কখন do(এরূপ verb), are, have, were বসে এবং
বসানোর পর কী অর্থ প্রকাশ করে?
7. Who- দিয়ে কয়টি গঠনের Sentence পাওয়া যায়? নিচে
কিছু Sentence দেয়া হল। যেমন:
.
Who goes to school? Who go to school?
Who is teaching you? Who are teaching you?
Who has taught you English? Who have taught you English?
Who is loved to all? Who are loved to all?
Who are you? Who is he? Who are they?
Who is Balal? Who is your teacher? Who are your teachers?
.
Note : জেনে রাখা ভাল হবে যে, Who is doing the work? -
কে কাজটি করতেছে? এই বাক্যটি দিয়ে is-এর স্থলে
অন্যান্য auxiliary verb বসিয়ে একসাথে ১৪৫টি বাক্য
বানিয়ে পড়া যায়।এই একটি বাক্যের ধরনগুলি শিখে
ফেললে সকল Who-এর ব্যবহার আয়েত্বে চলে আসবে।
.
.
What :
1. What-এর অর্থ কয়টি ও কী কী? উ: কী, কী কী
2. What-এর ‍Subjective, Objective এবং Possessive রূপ কী?
3. ‘What’ কখন Subject রূপে বসে? এবং এদের গঠন রূপ কী?
4. ‘What’ কখন Object রূপে বসে? এবং এদের গঠন রূপ কী?
5. ‘What’ Possessive রূপে কখন Subject হিসাবে বসে? এবং
এদের গঠন রূপ কী?
6. ‘What’ Possessive রূপে কখন Object হিসাবে বসে? এবং
এদের গঠন রূপ কী?
7. ‘Subject’ কী ধরনের হলে What দিয়ে প্রশ্ন করতে হয়?
এদের গঠন রূপ কী?
8. ‘Object’ কী ধরনের হলে What দিয়ে প্রশ্ন করতে হয়?
এদের গঠন রূপ কী?
9. What-দিয়ে কত গঠনের Sentence হয়? উ: ১৭টি।
.
ভালভাবে বুঝার জন্য নিচে কিছু Sentence দেয়া হল।
তুমি কী পড়? তুমি কী কী পড়?
তুমি কী বই পড়? তুমি কী কী পড়?
তুমি কী ধরনের পড়? তুমি কী কী ধরনের পড়?
তুমি কী প্রকারের বই পড়? তুমি কী কী প্রকারের বই পড়?
তোমার কী আছে? টেবিলের উপর কী আছে?
ইহা/এটা কী? ঐটা/ওটা কী?
কামাল কী করে? (কামালের পেশা কী?) – তোমার
বাবা কী করেন?(তোমার বাবার পেশা কী?)
তোমার নাম কী? তোমার স্কুলের নাম কী?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url