Definition of Assertive / Declarative Sentence with Examples and Structure
# Assertive Sentence কি ? কত প্রকার কি কি ?
উঃ কোনো সাধারণ বিবৃতি বা বক্তব্যকে Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য) বলে ।
Structure:
- Subject + verb + object/complement/adverb/adjective.
Extra Lesson:
Subject কি ? "কর্তা ( যিনি কাজ করে )
verb কি ? " ক্রিয়া ( কাজ বোঝায়; যেমনঃ করা, হওয়া, ইত্যাদি )
object কি ? " ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে object পেয়ে যাবেন ; ''
Subject কি ? "কর্তা ( যিনি কাজ করে )
verb কি ? " ক্রিয়া ( কাজ বোঝায়; যেমনঃ করা, হওয়া, ইত্যাদি )
object কি ? " ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে object পেয়ে যাবেন ; ''
Examples:
He is a humble man.
He is popular among his friends but he feels awkward with strangers.
He has many fans in his locality.
His father was a lawyer.
When he was young, his father died.
He is a real fighter.
English is an International Language.
We do not do bad things.
Everybody should know English.
Alex is a good baseball player.
He plays for the Rockers club.
He always gives his best effort in the team.
He is a good leader.
I like him for his intensity.
He plays with passion.
Alex feels awkward when someone gives a compliment to him.
He fought against all the odds of life and became successful.
His fans love him.
His mother raised him to be a gentleman.
He is always humble and patient with his fans.
# Assertive Sentence কে দুই ভাগে ভাগ করা হয় ।
১. Affirmative (হ্যা বোধক)
২. Negative (না বোধক)
Affirmative Sentence: যার অর্থ হ্যা বোধক , কোনো বাক্য দ্বারা যদি হা বোধক বিবৃতি প্রকাশ করা হয় তখন তাকে Affirmative Sentence বলা হয় ।
Examples:
Rakib is an honest boy.
This was an extra-ordinary ship.
He was always punctual.
Robi and Rahat were as strong as Rakib.
He is too weak to walk.
The sum was too difficult for me to work out.
I always tell truth.
We must obey our parents.
You must care them.
He is only four.
Only he can play good cricket.
Only they can do the work.
You must yield to your fate.
Negative Sentence: যার অর্থ না বোধক , কোনো বাক্য দ্বারা যদি না বোধক বিবৃতি প্রকাশ করা হয় তখন তাকে Negative Sentence বলা হয় ।
Examples:
You are not as good as he said.
He is so weak that he can not walk.
I am not flying to England.
That isn't the way to Nashville.
They are not from Ecuador.
He wasn't eating white rice.
We were not sad when he moved away.
They don't practice yoga.
She did not like Bikhram yoga.
He doesn't have to commute to work.
They will not be joining us for dinner tonight.
She won't be attending the Met Gala this year.
These aren't pistachios.
They weren't playing poker.
Exam's Requirment:
পরীক্ষায় সাধারনত Affirmative Sentence কে Negative Sentence করতে বলা হয় । আবার Negative কে Affirmative করতে বলা হতে পারে ।
প্রথমে বলে দেই সহজ বিষয় সহজ করে বুঝতে হবে -
বাংলাতে যদি এগুলো করতে বলা হয় তবে আপনি কোনো চিন্তাভাবনা বা সূত্র ব্যবহার না করে একবারেই করতে পারবেন তবে ইংরেজিতে কেনো পারবেন না ।
উধাহরনঃ
- Affirmative: জয়া একটি ভালো মেয়ে ।
- Negative: জয়া একটি খারাপ মেয়ে নয় ।
Note: অনেকেই মনে করে Negative করতে বলা হলে শুধু না দিলেই হবে । সেটা করলে আপনার উত্তর কেমন হবে - ১. জয়া একটি ভালো মেয়ে ( উঃ জয়া একটি ভালো মেয়ে না ) নিজেই দেখুন উত্তর কি ঠিক হয় ।
প্রশ্নে যেটা বলবে তার আক্ষরিক অর্থ পরিবর্তন করা যাবে না ।
হ্যাঁ।, Negative এ (না, নয় বা '' না বোধক) শব্দের ব্যবহার করা লাগে কিন্তু সেজন্য মূল বাক্যের অর্থ
যেনো পরিবর্তন না হয় সেদিকে লক্ষ রাখতে হবে ।
যেমন এখানে - ভালো এর পরিবর্তে খারাপ নয় ( বিপরীত শব্দ ব্যবহার করতে হবে )
প্রশ্নে যেটা বলবে তার আক্ষরিক অর্থ পরিবর্তন করা যাবে না ।
হ্যাঁ।, Negative এ (না, নয় বা '' না বোধক) শব্দের ব্যবহার করা লাগে কিন্তু সেজন্য মূল বাক্যের অর্থ
যেনো পরিবর্তন না হয় সেদিকে লক্ষ রাখতে হবে ।
যেমন এখানে - ভালো এর পরিবর্তে খারাপ নয় ( বিপরীত শব্দ ব্যবহার করতে হবে )
- Affirmative: নিতাই একজন সৎ বালক ।
- Negative: নিতাই একজন অসৎ বালক নয় ।
Note: নিতাই একজন সৎ বালক এটার উত্তর যদি ( আপনি নিতাই একজন সৎ বালক না ) করেন
উত্তর ভুল হবে । বলা যেতে পারে তিনি অসৎ বালক নয়" এর অর্থ তিনি সৎ''
উত্তর ভুল হবে । বলা যেতে পারে তিনি অসৎ বালক নয়" এর অর্থ তিনি সৎ''
- Affirmative: আমি সর্বদা সত্য কথা বলি ।
- Negative: আমি মিথ্যা করা বলি না ।
Note: নেগেটিভ করতে গিয়েঃ আমি সর্বদা সত্য কথা বলি না " এটা করলে হবে না
বলা যেতে পারে আমি মিথ্যা করা বলি না ""
বলা যেতে পারে আমি মিথ্যা করা বলি না ""
- Affirmative: সে সর্বদা ভালো কাজ করে ।
- Negative: সে কখনো খারাপ কাজ করে না ।
Note: এখানেও যদি "সে সর্বদা ভালো কাজ করে" এর পরিবর্তে "সে সর্বদা ভালো কাজ করে না"
বলেন হবে না । বলতে পারেন "সে কখনো খারাপ কাজ করে না"
তবে যদি প্রশ্নে বলা হতো -
সে ভালো কাজ করে ; উত্তর হতোঃ সে খারাপ কাজ করে না
বলেন হবে না । বলতে পারেন "সে কখনো খারাপ কাজ করে না"
তবে যদি প্রশ্নে বলা হতো -
সে ভালো কাজ করে ; উত্তর হতোঃ সে খারাপ কাজ করে না
Important: যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয় তাই ইংরেজিতে করতে গেলে একটু ভাবতে হয় । তবে আপনি যদি বাক্য পড়ে বাংলা অর্থ বুঝতে পারেন তবে আপনার জন্য ইংরেজি গ্রামার অনেক সহজ হয়ে যাবে । মুখস্থ করে করতে যাবেন না বুঝে করার জন্য চেষ্টা করুন তাহলে প্রথমে ভুল হলেও একবার শিখে গেলে আর কখনোই ভুল হবে না ।
# Affirmative To Negative
যারা অর্থ বুঝতে পারেন তারা একটু ভালোভাবে ইংরেজি বাক্যগঠন করতে পারেন তারা এমনিতেই পারবেন তবে কিছু বিষয় মনে রাখতে হবে -
অল্প কিছু Rules আছে যেগুলো মনে রাখলে প্রায় সবগুলোই পারবেন Affirmative টু Negative করতে
Rule 1: Affirmative sentence কে Negative করার সময় উক্ত sentence এর Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয়। এবং উক্ত Negative এর পূর্বে not বসাতে হয়। বাকী সব থিক থাকে।
Negative এর গঠনঃ Subject + verb+ not + opposite word
Affirmative: He is a good man.
Negative: He is not a bad man.
Affirmative: Rakib is an honest boy.
Negative: Rakib is not a dishonest boy.
Affirmative: This was an extra-ordinary ship.
Negative: This was not an ordinary ship.
Rule 2: Always যুক্ত Affirmative sentence কে Negative করতে হলে Always এর পরিবর্তে never বসে। Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয় -
Affirmative: He was always punctual.
Negative: He was never late.
Affirmative: I always tell truth.
Negative: I never tell lie.
Rule 3: Affirmative sentence এ must থাকলে negative করার সময় must এর পরিবর্তে can not but/ can not help বসে। তবে can not help এর পরে যে verb থাকে তার সাথে ing যুক্ত করতে হয়।
Affirmative: you must yield to your fate.
Negative: You can not but yield to your fate.
Affirmative: We must obey our parents.
Negative: we can not but obey our parents.
Affirmative: you must care them.
Negative: You can not help caring them.
Rule 4: Only বা alone এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে None but বসে। আর কোন পরিবর্তন হয়না।
Affirmative: Only he can play good cricket.
Negative: None but he can play good cricket.
Affirmative: Only the science students can apply for the post.
Negative: None but the science students can apply for the post.
Affirmative: Only they can do the work.
Negative: None but they can do the work.
Note: বস্তুর ক্ষেত্রে only এর পরিবর্তে nothing but বসে। তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than বসে।
Affirmative: He is only four.
Negative: He is not more than four.
Affirmative: They have only two cars.
Negative: They have not more than two cars.
Rule 5: Every কে Negative করতে হলে every এর পরিবর্তে There is no বসে + every এর পরের শব্দটি বসে + but + প্রদত্ত sentence এর বাকী অংশ।
Affirmative: Everyone hates a terrorist.
Negative: There is no one but hates a terrorist.
Affirmative: Everybody fears a lion.
Negative: There is no body but hates a liar.
Rule 6: As soon as যুক্ত sentence কে Negative করতে হলে-
As soon as এর জায়গায় no sooner had বসবে + প্রদত্ত Sentence এর কর্তা বসে + সে Sentence এর মূল verb এর v3 বসে + সে sentence বাকী অংশ বসে + than + দ্বিতীয় বাক্য বসে।
Affirmative: As soon as he he saw the tiger, he ran away.
Negative: No sooner had he seen the Tiger than he ran away.
Affirmative: No sooner had the boy saw the police, he ran away.
Negative: As soon as the boy seen the police than he ran away.
Rule 7: Superlative degree যুক্ত Affirmative sentence কে Negative করতে হলে –
No other + superlative এর পরের অংশ + verb + as + superlative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.
Affirmative: He is the best batsman in the team.
Negative: No other batsman in the team is as good as he.
Affirmative: You are the best boy in the class.
Negative: No other boy in the class is as good as you.
Rule 8: Than any other/than all other যুক্ত comparative degree কে Negative করতে হলে –
No other + any other/all other এর পরের অংশ বসে + প্রদত্ত verb + so/as বসে + comparative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.
Affirmative: He is better than any other boy in the class.
Negative: No other boy in the class is as good as he.
Affirmative: Dhaka is bigger than all other cities in Bangladesh.
Negative: No other city in Bangladesh is as big as Dhaka.
Rule 9: Than যুক্ত comparative degree কে Negative করতে হলে –
Than এর শেষের অংশ প্রথমে বসে + verb (tense ও person অনুযায়ী) + not + so/as + comparative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject.
Affirmative: He is stronger than you.
Negative: You are not as/so strong as he.
Affirmative: I am taller than you.
Negative: You are not as tall as me.
Rule 10: As....as যুক্ত positive degree কে Negative করতে হলে –
প্রথম as এর পরিবর্তে not less শেষ as এর পরিবর্তে than বসে।
Affirmative: Robi and Rahat were as strong as Rakib.
Negative: Robi and Rahat were not less strong than Rakib.
Affirmative: He is as good as you.
Negative: He is not less good than you.
Rule 11: Less...than যুক্ত sentence কে Negative করতে হলে –
Less এর জায়গায় not as বসবে এবং than এর জায়গায় as বসবে।
Affirmative: He is less ugly than you said.
Negative: He is not as ugly as you said.
Affirmative: You are less good than he said.
Negative: You are not as good as he said.
Rule 12: Too.....to যুক্ত sentence কে Negative করতে হলে –
Too এর জায়গায় so বসে + Too এর পরের adjective/adverb বসে + that বসে + পনুরায় subject বসে। + tense অনুযায়ী can not/could not + প্রদত্ত to এর পরের অংশ বসে।
Affirmative: He is too weak to walk.
Negative: He is so weak that he can not walk.
Affirmative: The sum was too difficult for me to work out.
Negative: The sum was so difficult for me that I could not work out.