Key Tools For Spoken English│How To Speak In English Within A Month│Best Keyword Of Spoken English

Speak In English Within A Month

অনেকেই মনে করে থাকে ইংরেজি গ্রামার জানলেই ইংরেজিতে কথা বলা যায় । এ কথাটি পুরোপুরি সত্য নয় তবে হ্যাঁ ইংরেজিতে একটানা কথা বলে যেতে চাইলে আপনাকে অবশ্যয় ইংরেজি গ্রামার জানতে হবে তাও আবার নির্ভুল । 
কিন্তু আপনি ততক্ষন ইংরেজিতে একটানা কথা বলতে পারবেন না যতক্ষন না আপনি ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারবেন । সহজ ভাবে বলতে গেলে প্রতিদিন আপনাকে ইংরেজিতে কথা বলার চর্চা করতে হবে । 
 

Key Tools For Spoken English

একটু দেখে নেয়া যাক ইংরেজিতে কথা বলতে হলে কি কি বিষয়ের ওপর বেশি প্রাধান্য দিতে হবে -
✓ প্রথমেই যেটি দরকার সেটা হলে আপনাকে ভালো করে ইংরেজি শব্দার্থ Word Vocabulary পড়তে হবে । আর সেটা খুব বেশি পরিমাণে কারণ আপনি ইংরেজিতে কথা বলতে গেলে প্রথমেই যে সমস্যা হবে সেটা আপনি পর্যাপ্ত Word জানেন না যার কারনে কথা শুরু করতে পারলেও মাঝে গিয়ে আটকে পরবেন । 
✓ ইংরেজি গ্রামার এর কিছু অধ্যায় ভালো করে বুঝে শিখতে হবে । 
যেমনঃ 
  • ✓ Tense, 
  • ✓ Changing Sentence, 
  • ✓ Using Of Sentence, 
  • ✓ Using Of Parts Of Speech
  • ✓Article ও Preposition এর ব্যবহার শিক্ষতে হবে 

Best Structure Keyword Of Spoken English

কিছু গঠন প্রনালি আছে যেগুলো জানলে আপনি খুব দ্রুত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন - 
ইংরেজি বাক্য গঠনে Modal Verb যেমনঃ can, could, may, might, shall, should, will, would, must এগুলোর ব্যবহার করতে গেলে অনেকেই বিভ্রান্ত হয়ে পরে । 

Use Of Modal Verb

Would, May, Might

সম্ভাবনা বেশি হলে would
I would go to Dhaka next month.
✓ আগামি মাসে আমি ঢাকা যেতে পারি
I would go to London next year.
✓ আগামি বছর আমি লন্ডন যেতে পারি
I would do this work.
✓ আমি এই কাজটি করতে পারি.
I would drink tea at night.
✓ আমি রাত্রে চা খেতে পারি.
Today I would play football.
✓ আজ আমি ফুটবল খেলতে পারি।

May, Might.

সম্ভাবনা কম হলে May, Might.
May I borrow the car tomorrow?
May we come a bit later?
I might see you tomorrow.
It looks nice, but it might be very expensive.
It's quite bright. It might not rain today.

could

আমি হাটতে পারতাম।
I could walk.
তুমি কাজটি করতে পারতে।
You could do the work.
সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে could এর ব্যবহার হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়,
যেমন, Could you please tell me the time?
দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন?
Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন?
Could you come to my home.
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি?
Could you help me with some money?
আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি?

সাধারণত আপনি যখন অন্য একজনের কাছে কিছু শুনতে চাইবেন বা জিজ্ঞাসা করতে চান তখন আপনার ইংরেজি বাক্য গঠনে বেশ অসুবিধা হয় । 
আপনি কি জানেন কি করে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় ?
 
Structure Of Introgative Sentence:

How To Make Introgative Sentence -

# What is Interrogative Sentence ?
Ans: যে বাক্যের মধ্যমে প্রশ্ন করা হয় বা কিছু জানার ইচ্ছা পোষণ করা হয় তাকে  Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলা হয় ।
Structure: 1. 
Auxiliary Verb + Subject + Main Verb + Remainder
Can tigers swim?
Are you angry?

Structure: 2.
Auxiliary Verb + Subject + Main Verb + Choice 1  "or"  Choice 2
Does she want the pink one or the black one?
Did Lee catch a whelk or a bass?
Is it right or wrong?
Were you disappointed or angry?
Structure 1 & 2 Explain:
Present ও Past Indefinite Tense এর ক্ষেত্রে (যেহেতু কোন auxiliary verb  থাকে না) ‘to do’ auxiliary verb  টি subject এর পূর্বে বসবে ।
Interrogative sentence এ subject এর পূর্বে অবশ্য্ই একটি Auxiliary  verb থাকতে হবে।
Present ও past indefinite tense এ auxiliary verbথাকে না বলে যথাক্রমে do বা did ব্যবহার করতে হবে। উহা subject এর পূর্বে বসবে এবং verb এর bare infinitive form হবে। অন্যান্য tense এ অবশ্যই এক বা একাধিক auxiliary verb থাকে এবং finite form এর auxiliary  verb   টিকে subject এর পূর্বে এনে বসালেই sentence টি Interrogative হয়ে যায়।
যেমনঃ-
     You Know me. (Present Indefinite)- Assertive.
     Do you Know me? (Present Indefinite)- Interrogative.
     He went there. (Past Indefinite)- Assertive.
     Did he go there? (Past Indefinite)- Interrogative.
     He is going. (Continuous)- Is he going?
     I shall go. (Future)- Shall I go?
     He has gone. (Perfect)- Has he gone?

Structure: 3.
Question Word + Auxiliary Verb + Subject + Main Verb + Remainder
Where did the train stop?
Why was the policeman waving the flag?
Who knows when the train arrives?
When is Easter Sunday?
Why are you leaving?
বাক্যে ‘কে’, ‘কোথায়’, ‘কেন’, ‘কোনটি’, ‘কেমন’ ইত্যাদি প্রশ্নবোধক শব্দ থাকলে ইংরেজীতে sentence এ ‘who’, ‘where’, ‘why’, ‘which’, ‘how’, ‘when’  ইত্যাদি word গুলো অর্থ অনুযায়ী বসবে। এ গুলোকে WH-word বলে। কারন, প্রত্যেকটি word য়েই WH- আছে। WH-word সব সময়ই sentence বা clause এর শুরুতে বসে। তবে WH-word থাকুক বা না থাকুক, interrogative এর মূল signal হচ্ছে ‍Subject এর পূর্বে একটি auxiliary  verb । Subject এর পূর্বে  auxiliary  verb  না থাকলে তা interrogative sentence হবে না।
   তুমি কি খাও? Do you eat?(‘কি’ এখানে গুরুত্ব হীন)
   তুমি কি খাও? What do you eat?(‘কি’ এখানে গুরুত্ববহ)
   তুমি কেন এসেছ? Why have you come?
   তাহারা কোথায় যাচ্ছে? Where are they going?
   তুমি কিভাবে এসেছিলে? How did you come?

তবে ‍Subject যখন WH-word বা WH-phrase হয়, তখন উহার পূর্বে Auxiliary  verb বসে না। যেমনঃ Who went there? অথবা, Who is there? What happened to you? ইত্যাদি।

Some English sentence structure -

কিছু ইংরেজি বাক্যের গঠন প্রণালী শিখে নিতে পারেন কাজে লাগবে -
Let's not do it - চলো আমরা এটা না করি
Let's not see it - চলো আমরা এটা না দেখি।
Let's not eat it - চলো আমরা এটা না খাই।
Let's not watch television. - চলো টিভি না দেখি
 
It is time to + verb- এখন সময়
It is time to eat. - এখন খাওয়ার সময় হয়েছে।
It is time to go. - এখন যাওয়ার সময় হয়েছে।
It is time to recite. - এখন তেলাওয়াতের সময় হয়েছে।
 
How else - আর কিভাবে
How else shall I love you?
আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো?
How else shall I tell you?
আর কিভাবে আমি তোমায় বলবো?
How else shall I make you undrestand?
আর কিভাবে আমি তোমায় বুঝাবো?
How else shall I miss you?
আর কিভাবে আমি তোমায় মিস করবো?

Structure - 01:
Supposed to + am, is, are, was, were
যে সকল বাক্যের শেষে ( কথা আছে বা কথা ছিলো থাকে )
আমার কলমটি কেনার কথা আছে।
I am supposed to buy this pen.

তার ঢাকা যাওয়ার কথা ছিল।
He was supposed to go to Dhaka.

আমার বাজারে আসার কথা আছে
I am supposed to come to market

তাদের ফুটবল খেলার কথা আছে
They are supposed to play football

Structure - 02:
Used to এর ব্যবহার
আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম।
I was used to talking about life.
লোকটি ধুমপানে অভ্যস্ত।
The man is used to smoking.
তারা ফুটবল খেলায় অভ্যস্ত।
They are used to playing football .
আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়।
I am not used to talking to you.
ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত।
সে সকালে হাঁটতে অভ্যস্ত।
She is used to walking in the morning.
লোকটি চায়ে অভ্যস্ত।
The man is used to tea.
আমি শহর জীবনে অভ্যস্ত ।
I am used to city life.
আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত।
I am used to speaking in English.
আমি চা খেতে অভ্যস্ত।
I am used to taking tea.
সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল।
He was used to riding motorcycles.

You should be used to learning English.
আমার বন্ধু সংবাদপত্র পড়তে অভ্যস্ত।
My friend is used to reading newspapers.
আমি আমার জীবনকে ভালবাসতে অভ্যস্ত।
I am used to loving my life.

Structure - 03: 
I know + how + to + verb
1. I know how to swim.
= আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়।
2. I know how to cook.
= আমি জানি কিভাবে রান্না করতে হয়।
3. I know how to speak English.
= আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়।

Structure - 03:
Did দিয়ে বাক্য তৈরি
তুমি কি ইংরেজি শিখে ছিলে?
Did you learn English?
গতকাল তুমি ইংরেজি প্রাকটিস করেছিলে?
Did you practice English yesterday?
তুমি কি কলেজে গিয়েছিলে?
Dis you go to College?
তারা কি গতরাতে টিভি দেখেছিলো?
Did they watch television last night?
তুহিন কি মাদ্রাসায় এসেছিলো?
Did Tuhin come to Madrasah?
নুসরাত কি গরিবদের সাহায্য করেছিলো?
Did Nusrat help the poor?
Structure - 04 
SHOULD HAVE ( থাকা উচিত )
আপনার শালীনতা থাকা উচিত
You should have modesty
তোমার একটি গাড়ি থাকা উচিত
You should have a car
তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত
You should have respect for adults
শিক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত
We should have respect for teacher.
পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত
You should have attention for study

should এর সকল প্রকার ব্যবহার জানতে এখানে দেখুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url