How can help formation of words to make a sentence ?
ইংরেজিতে কথা বলতে চাইলে আপনাকে কিছু বিষয় ভালো করে জানতে হবে । আপনার Basic ভালো কিন্তু তবুও আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না ? এটাই কি সমস্যা ? আপনি class - 6 থেকে class - 10 পর্যন্ত গ্রামার শিখেছেন । এই ৫ বছর আপনি যা শিখেছেন ইংরেজিতে কথা বলার জন্য এটাই যথেষ্ট কিন্তু আপনি পারেন না কেন ? উত্তরটা আমি বলে দেই , কারন আপনি শিখেছেন কখোনো প্রয়োগ করে দেখেন নি । ইংরেজিতে কথা বলতে অবশ্যয় Basic English Grammar ভালো করে জানতে হবে ।
SE-Lesson: 1
--- I go = আমি যাই -----------------------------------------------------------------
---- I am going = আমি যাইতেছি -----------------------------------------------------
---- I was going = আমি যাইতেছিলাম -----------------------------------------------
----- I have gone = আমি গিয়েছিলাম -----------------------------------------------
------- I will go = আমি যাবো --------------------------------------------------------
-------- I have been going for an hour = আমি এক ঘণ্টা ধরে গিয়েছিলাম --------
--------- I have to go = আমাকে যেতেই হবে -----------------------------------------
--------- I must go = আমি অবশ্যই যাবো --------------------------------------------
----------- I can go = আমি যেতে পারি -----------------------------------------------
------------ I could go = আমি যেতে পারতাম ---------------------------------------
------------- I should go = আমার যাওয়া উচিৎ ছিলো ------------------------------
------------- I want to go = আমি যেতে চাই ----------------------------------------
-------------- I like to go = আমি যেতে পছন্দ করি ---------------------------------
---------------- I love to go = আমি যেতে ভালোবাসি--------------------------------
Present
Should be - থাকা উচিৎ / করা উচিৎ / পারা উচিৎ
I Should be there - আমার সেখানে থাকা উচিত
He should be stay at home now - তার এখন বাড়িতে থাকা উচিৎ
If you do not use be here
He should stay at home now - এখন তাকে বাড়িতে থাকতে হবে
Do it yourself
তার এখন কলেজে থাকা উচিৎ ?
তার এখন বাইরে থাকা উচিৎ ?
Past
Should have been - থাকা উচিৎ ছিলো / করা উচিৎ ছিলো / পারা উচিৎ ছিলো
I Should be there - আমার সেখানে থাকা উচিত ছিলো
He should be stay at home now - তার এখন বাড়িতে থাকা উচিৎ ছিলো
Failure ব্যর্থতা বোঝাতেঃ
Should Have - করা উচিৎ ছিলো কিন্তু করা হয় নি
I should have done my work but it was not done - আমার কাজটা করা উচিৎ ছিলো কিন্তু করা হয় নি
N:B: এর ব্যবহার কিছু ক্ষেত্রে অন্যরকম হতে পারে । এগুলো থেকে শুধু প্রাথমিক ধারণা নিবেন ।
সবসময় Tense অনুযায়ী শেখার চেষ্টা করবেন
SE-Lesson: 2
Should be এর কিছু ব্যবহার
রাখা উচিৎ - Should be kept
নিচে রাখা উচিৎ - Should be kept down
উপরে রাখা উচিৎ - Should be kept on top
ভেতোরে রাখা উচিৎ - Should be kept in the house
কাছে রাখা উচিৎ - Should be kept close
মধ্যে রাখা উচিৎ - Should be kept in
সরিয়ে রাখা উচিৎ - Should be removed
লুকিয়ে রাখা উচিৎ - Should be hidden
কাছে রাখা উচিৎ - Should be kept close
দূরে রাখা উচিৎ - Should be kept away
যত্নে রাখা উচিৎ - Should be cared for
একটা মনে রাখবেন যে শব্দটি করবেন ঐ শব্দটির সাথে যায় এমন সকল শব্দ যুক্ত করে অর্থ করে দেখবেন কি হয় ।
Importance of conjunction word: It's really importamt conjunction is most important to speak english. If you can not use conjunction properly, you may have many problems talking in English.
so, you have to learn about conjunction .
More >>
SE-Lesson: 3
সবসময় চেষ্টা করবেন । একসাথে একটি sentence এর
Basic Structure
Positive form = present + past + future
Negative form = present + past + future
Question mark = present + past + future
Modal and Conditional = present + past + future
এই তিনটি একসাথে করার চেষ্টা করবেন । তাহলে নিজেই এই বাক্য গুলির পার্থক্য বুঝতে পারবেন ।
যেমন:
Positive form = present + past + future
১) আমি কাজে যাই =
২) আমি গতকাল ওখানে গিয়েছিলাম =
৩) আমি পরের দিন যাব =
Negative form = present + past + future
১) আমি কাজে যাই না =
২) আমি গতকাল ওখানে গিয়েছিলাম না=
৩) আমি পরের দিন যাব না =
Question mark = present + past + future
১) সে কি কাজে যাই ? =
২) আমি গতকাল কোথায় গিয়েছিলাম ?=
৩) আমি পরের দিন কখন যাব =
Modal and Conditional
১) আমার কাজে যাওয়া উচিৎ =
২) আমার গতকাল ওখানে যাওয়া উচিৎ ছিলো =
৩) আমি পরের দিন যেতে পারবো =
Must / have to
১) আমার কাজে যাবোই=
২) আমার গতকাল ওখানে যাবোই =
৩) আমি পরের দিন যেতেই পারবো =
Can / Could:
খুব সহজ ভাবে বলতে গেলে Can এর মানে হল “পারা” বা সামর্থ বোঝাতে আমরা এটি ব্যবহার করি। আর Can এর past form হিসাবে Could ব্যবহার হয়ে থাকে ।
এককথায় Can মানে হল – পারা
আর Could মানে হল - পারতাম।
আরও ভালোভাবে বলতে গেলে-
Can: কোনো একটি কাজ করতে পারব কি না বা সেটি করা সম্ভব কি না তা বলার সময় বাক্যে can ব্যবহার করা হয়। আবার কখনো কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতেও বাক্যে can ব্যবহার করা হয়।
গোপাল খুব ভাল সাঁতার কাটাতে পারে।
Gopal can swim very well.
আমি খেলতে পারি - I can play.
পাখিরা উড়তে পারে।
The birds can fly.
জল ছাড়া আমরা বাঁচতে পারি না।
We cannot live without water.
এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে- Subject বা কর্তা 3rd Person Singular Number হলেও Present Indefinite Tense এ মুল Verb এর শেষে s বা es যোগ হয় না ।
চলুন একটু বুঝে নেওয়া যাক-
তিনি একটি বই পড়েন ।
He reads a book.
এখানে He হল 3rd Person Singular Number তাই মুল Verb এর শেষে s যোগ হয়েছে ।
আবার
তিনি ইংরেজি পড়তে পারেন ।
He can read English.
এখানে Subject 3rd Person Singular Number হওয়া সত্বেও read verb এর শেষে s বা es যোগ হল না । কারন can ব্যবহার হয়েছে বলে ।
Could: আবার অতীতে কোনো একটি কাজ করতে পারতাম কি না বা কাজটি করা সম্ভব ছিল কি না সে সম্পর্কে বলতে এবং বিনীতভাবে কোনো অনুরোধ করতে বাক্যে could শব্দটি ব্যবহার করা হয়। একটা বিষয় মনে রাখবেন - বাংলা ক্রিয়াপদের শেষে সাধারনত পারতাম, পারতে ইত্যাদি শব্দ যুক্ত থাকে।
Could এর ব্যবহার:-
আমি হাঁটতে পারতাম ।
I could walk.
তুমি কাজটি করতে পারতে ।
You could do the work.
সাধারণত ভদ্রতার সহিত কাউকে কোন প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশের জন্য অনেক সময় could এর ব্যবহার হয়ে থাকে । তবে বাক্যগুলি সাধারনত প্রশ্নবোধক হয় ।
চলুন কিছু উদাহারনের সাহায্যে বিষয় পরিষ্কার করে নেওয়া যাক ।
Ability বা সামর্থ বোঝাতে -
He can speak English fluently.
সে অনর্গল ইংরাজী বলতে পারে ।
She can run fast.
সে দ্রুত দৌড়াতে পারে ।
Permission বা অনুমতি নিতে-
আমি কি বাগানে যেতে পারি ?
Can I go to the garden ?
Request বা অনুরোধ করতে -
আপনি কি আমাকে একটা কলম দিতে পারেন ?
Can you give me a pen ?
Possibility বা সম্ভাবনা বোঝাতে- সিমলাতে খুব ঠান্ডা পরতে পারে ।
It can get very cold in Simla.
আমি খুব দ্রুত হাঁটতে পারতাম ।
I could walk fast.
আমি গান গাইতে পারতাম।
I could sing song.
Possibility বা সম্ভাবনা বোঝাতে- মুম্বাইতে খুব গরম পড়তেও পারে ।
It could get very hot in Mumbai.
আমি আগামী মাসে ভারতে যেতেও পারি ।
I could go to India next month.
Polite request বা ভদ্রোচিত অনুরোধ করতেঃ আপনি আমাকে একটি সংবাদপত্র দিতে পারেন ?
Could you give me a newspaper?
আপনি কি আমার জন্য অপেক্ষা করতে পারবেন ?
Could you wait for me?
SE-Lesson: 1
--- I go = আমি যাই -----------------------------------------------------------------
---- I am going = আমি যাইতেছি -----------------------------------------------------
---- I was going = আমি যাইতেছিলাম -----------------------------------------------
----- I have gone = আমি গিয়েছিলাম -----------------------------------------------
------- I will go = আমি যাবো --------------------------------------------------------
-------- I have been going for an hour = আমি এক ঘণ্টা ধরে গিয়েছিলাম --------
--------- I have to go = আমাকে যেতেই হবে -----------------------------------------
--------- I must go = আমি অবশ্যই যাবো --------------------------------------------
----------- I can go = আমি যেতে পারি -----------------------------------------------
------------ I could go = আমি যেতে পারতাম ---------------------------------------
------------- I should go = আমার যাওয়া উচিৎ ছিলো ------------------------------
------------- I want to go = আমি যেতে চাই ----------------------------------------
-------------- I like to go = আমি যেতে পছন্দ করি ---------------------------------
---------------- I love to go = আমি যেতে ভালোবাসি--------------------------------
Present
Should be - থাকা উচিৎ / করা উচিৎ / পারা উচিৎ
I Should be there - আমার সেখানে থাকা উচিত
He should be stay at home now - তার এখন বাড়িতে থাকা উচিৎ
If you do not use be here
He should stay at home now - এখন তাকে বাড়িতে থাকতে হবে
Do it yourself
তার এখন কলেজে থাকা উচিৎ ?
তার এখন বাইরে থাকা উচিৎ ?
Past
Should have been - থাকা উচিৎ ছিলো / করা উচিৎ ছিলো / পারা উচিৎ ছিলো
I Should be there - আমার সেখানে থাকা উচিত ছিলো
He should be stay at home now - তার এখন বাড়িতে থাকা উচিৎ ছিলো
Failure ব্যর্থতা বোঝাতেঃ
Should Have - করা উচিৎ ছিলো কিন্তু করা হয় নি
I should have done my work but it was not done - আমার কাজটা করা উচিৎ ছিলো কিন্তু করা হয় নি
N:B: এর ব্যবহার কিছু ক্ষেত্রে অন্যরকম হতে পারে । এগুলো থেকে শুধু প্রাথমিক ধারণা নিবেন ।
সবসময় Tense অনুযায়ী শেখার চেষ্টা করবেন
SE-Lesson: 2
Should be এর কিছু ব্যবহার
রাখা উচিৎ - Should be kept
নিচে রাখা উচিৎ - Should be kept down
উপরে রাখা উচিৎ - Should be kept on top
ভেতোরে রাখা উচিৎ - Should be kept in the house
কাছে রাখা উচিৎ - Should be kept close
মধ্যে রাখা উচিৎ - Should be kept in
সরিয়ে রাখা উচিৎ - Should be removed
লুকিয়ে রাখা উচিৎ - Should be hidden
কাছে রাখা উচিৎ - Should be kept close
দূরে রাখা উচিৎ - Should be kept away
যত্নে রাখা উচিৎ - Should be cared for
একটা মনে রাখবেন যে শব্দটি করবেন ঐ শব্দটির সাথে যায় এমন সকল শব্দ যুক্ত করে অর্থ করে দেখবেন কি হয় ।
Importance of conjunction word: It's really importamt conjunction is most important to speak english. If you can not use conjunction properly, you may have many problems talking in English.
so, you have to learn about conjunction .
More >>
SE-Lesson: 3
সবসময় চেষ্টা করবেন । একসাথে একটি sentence এর
Basic Structure
Positive form = present + past + future
Negative form = present + past + future
Question mark = present + past + future
Modal and Conditional = present + past + future
এই তিনটি একসাথে করার চেষ্টা করবেন । তাহলে নিজেই এই বাক্য গুলির পার্থক্য বুঝতে পারবেন ।
যেমন:
Positive form = present + past + future
১) আমি কাজে যাই =
২) আমি গতকাল ওখানে গিয়েছিলাম =
৩) আমি পরের দিন যাব =
Negative form = present + past + future
১) আমি কাজে যাই না =
২) আমি গতকাল ওখানে গিয়েছিলাম না=
৩) আমি পরের দিন যাব না =
Question mark = present + past + future
১) সে কি কাজে যাই ? =
২) আমি গতকাল কোথায় গিয়েছিলাম ?=
৩) আমি পরের দিন কখন যাব =
Modal and Conditional
১) আমার কাজে যাওয়া উচিৎ =
২) আমার গতকাল ওখানে যাওয়া উচিৎ ছিলো =
৩) আমি পরের দিন যেতে পারবো =
Must / have to
১) আমার কাজে যাবোই=
২) আমার গতকাল ওখানে যাবোই =
৩) আমি পরের দিন যেতেই পারবো =
Can / Could:
খুব সহজ ভাবে বলতে গেলে Can এর মানে হল “পারা” বা সামর্থ বোঝাতে আমরা এটি ব্যবহার করি। আর Can এর past form হিসাবে Could ব্যবহার হয়ে থাকে ।
এককথায় Can মানে হল – পারা
আর Could মানে হল - পারতাম।
আরও ভালোভাবে বলতে গেলে-
Can: কোনো একটি কাজ করতে পারব কি না বা সেটি করা সম্ভব কি না তা বলার সময় বাক্যে can ব্যবহার করা হয়। আবার কখনো কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতেও বাক্যে can ব্যবহার করা হয়।
গোপাল খুব ভাল সাঁতার কাটাতে পারে।
Gopal can swim very well.
আমি খেলতে পারি - I can play.
পাখিরা উড়তে পারে।
The birds can fly.
জল ছাড়া আমরা বাঁচতে পারি না।
We cannot live without water.
এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে- Subject বা কর্তা 3rd Person Singular Number হলেও Present Indefinite Tense এ মুল Verb এর শেষে s বা es যোগ হয় না ।
চলুন একটু বুঝে নেওয়া যাক-
তিনি একটি বই পড়েন ।
He reads a book.
এখানে He হল 3rd Person Singular Number তাই মুল Verb এর শেষে s যোগ হয়েছে ।
আবার
তিনি ইংরেজি পড়তে পারেন ।
He can read English.
এখানে Subject 3rd Person Singular Number হওয়া সত্বেও read verb এর শেষে s বা es যোগ হল না । কারন can ব্যবহার হয়েছে বলে ।
Could: আবার অতীতে কোনো একটি কাজ করতে পারতাম কি না বা কাজটি করা সম্ভব ছিল কি না সে সম্পর্কে বলতে এবং বিনীতভাবে কোনো অনুরোধ করতে বাক্যে could শব্দটি ব্যবহার করা হয়। একটা বিষয় মনে রাখবেন - বাংলা ক্রিয়াপদের শেষে সাধারনত পারতাম, পারতে ইত্যাদি শব্দ যুক্ত থাকে।
Could এর ব্যবহার:-
আমি হাঁটতে পারতাম ।
I could walk.
তুমি কাজটি করতে পারতে ।
You could do the work.
সাধারণত ভদ্রতার সহিত কাউকে কোন প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশের জন্য অনেক সময় could এর ব্যবহার হয়ে থাকে । তবে বাক্যগুলি সাধারনত প্রশ্নবোধক হয় ।
চলুন কিছু উদাহারনের সাহায্যে বিষয় পরিষ্কার করে নেওয়া যাক ।
Could you please tell me the time ?
দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন ?
-----
Could you tell me the way to the police station?
থানায় যাবার রাস্তাটা আমাকে বলতে পারবেন?
---------
Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন ?
-------------
Could you come to my home?
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি ?
-------------------
Could you help me with some money?
আপনি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন কি?
----------------------
চলুন আরও কিছু Can এবং could এর ব্যবহার শিখে নিই - Can এর ব্যবহারঃAbility বা সামর্থ বোঝাতে -
He can speak English fluently.
সে অনর্গল ইংরাজী বলতে পারে ।
She can run fast.
সে দ্রুত দৌড়াতে পারে ।
Permission বা অনুমতি নিতে-
আমি কি বাগানে যেতে পারি ?
Can I go to the garden ?
Request বা অনুরোধ করতে -
আপনি কি আমাকে একটা কলম দিতে পারেন ?
Can you give me a pen ?
Possibility বা সম্ভাবনা বোঝাতে- সিমলাতে খুব ঠান্ডা পরতে পারে ।
It can get very cold in Simla.
Could এর ব্যবহারঃ
Ability বা সামর্থ বোঝাতেঃআমি খুব দ্রুত হাঁটতে পারতাম ।
I could walk fast.
আমি গান গাইতে পারতাম।
I could sing song.
Possibility বা সম্ভাবনা বোঝাতে- মুম্বাইতে খুব গরম পড়তেও পারে ।
It could get very hot in Mumbai.
আমি আগামী মাসে ভারতে যেতেও পারি ।
I could go to India next month.
Polite request বা ভদ্রোচিত অনুরোধ করতেঃ আপনি আমাকে একটি সংবাদপত্র দিতে পারেন ?
Could you give me a newspaper?
আপনি কি আমার জন্য অপেক্ষা করতে পারবেন ?
Could you wait for me?
খুব সহজ ভাবে বলতে গেলে Can এর মানে হল “পারা” বা সামর্থ বোঝাতে আমরা এটি ব্যবহার করি। আর Can এর past form হিসাবে Could ব্যবহার হয়ে থাকে।
এককথায় Can মানে হল – পারা
আর Could মানে হল - পারতাম।
আরও ভালোভাবে বলতে গেলে-
Can: কোনো একটি কাজ করতে পারব কি না বা সেটি করা সম্ভব কি না তা বলার সময় বাক্যে can ব্যবহার করা হয়। আবার কখনো কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতেও বাক্যে can ব্যবহার করা হয়। গোপাল খুব ভাল সাঁতার কাটাতে পারে। Gopal can swim very well.
আমি খেলতে পারি।
I can play.
পাখিরা উড়তে পারে।
The birds can fly.
জল ছাড়া আমরা বাঁচতে পারি না। We cannot live without water.
এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে- Subject বা কর্তা 3rd Person Singular Number হলেও Present Indefinite Tense এ মুল Verb এর শেষে s বা es যোগ হয়না ।
চলুন একটু বুঝে নেওয়া যাক- তিনি একটি বই পড়েন।
He reads a book.
এখানে He হল 3rd Person Singular Number তাই মুল Verb এর শেষে s যোগ হয়েছে।
আবার
তিনি ইংরেজি পড়তে পারেন।
He can read English.
এখানে Subject 3rd Person Singular Number হওয়া সত্বেও read verb এর শেষে s বা es যোগ হল না। কারন can ব্যবহার হয়েছে বলে। Could: আবার অতীতে কোনো একটি কাজ করতে পারতাম কি না বা কাজটি করা সম্ভব ছিল কি না সে সম্পর্কে বলতে এবং বিনীতভাবে কোনো অনুরোধ করতে বাক্যে could শব্দটি ব্যবহার করা হয়। একটা বিষয় মনে রাখবেন - বাংলা ক্রিয়াপদের শেষে সাধারনত পারতাম, পারতে ইত্যাদি শব্দ যুক্ত থাকে। Could এর ব্যবহার:-
আমি হাঁটতে পারতাম।
I could walk.
তুমি কাজটি করতে পারতে।
You could do the work.
সাধারণত ভদ্রতার সহিত কাউকে কোন প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশের জন্য অনেক সময় could এর ব্যবহার হয়ে থাকে। তবে বাক্যগুলি সাধারনত প্রশ্নবোধক হয়।
চলুন কিছু উদাহারনের সাহায্যে বিষয় পরিষ্কার করে নেওয়া যাক।
Could you please tell me the time?
দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন? Could you tell me the way to the police station?
থানায় যাবার রাস্তাটা আমাকে বলতে পারবেন?
Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন? Could you come to my home?
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি? Could you help me with some money?
আপনি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন কি?
চলুন আরও কিছু Can এবং could এর ব্যবহার শিখে নিই- Can এর ব্যবহারঃ
Ability বা সামর্থ বোঝাতে-
He can speak English fluently.
সে অনর্গল ইংরাজী বলতে পারে। She can run fast.
সে দ্রুত দৌড়াতে পারে।
Permission বা অনুমতি নিতে-
আমি কি বাগানে যেতে পারি?
Can I go to the garden?
Request বা অনুরোধ করতে-
আপনি কি আমাকে একটা কলম দিতে পারেন?
Can you give me a pen?
Possibility বা সম্ভাবনা বোঝাতে- সিমলাতে খুব ঠান্ডা পরতে পারে।
It can get very cold in Simla.
Could এর ব্যবহারঃ
Ability বা সামর্থ বোঝাতেঃ
আমি খুব দ্রুত হাঁটতে পারতাম।
I could walk fast.
আমি গান গাইতে পারতাম।
I could sing song.
Possibility বা সম্ভাবনা বোঝাতে- মুম্বাইতে খুব গরম পড়তেও পারে। It could get very hot in Mumbai.
আমি আগামী মাসে ভারতে যেতেও পারি।
I could go to India next month.
Polite request বা ভদ্রোচিত অনুরোধ করতেঃ আপনি আমাকে একটি সংবাদপত্র দিতে পারেন?
Could you give me a newspaper?
আপনি কি আমার জন্য অপেক্ষা করতে পারবেন?
Could you wait for me?
এককথায় Can মানে হল – পারা
আর Could মানে হল - পারতাম।
আরও ভালোভাবে বলতে গেলে-
Can: কোনো একটি কাজ করতে পারব কি না বা সেটি করা সম্ভব কি না তা বলার সময় বাক্যে can ব্যবহার করা হয়। আবার কখনো কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতেও বাক্যে can ব্যবহার করা হয়। গোপাল খুব ভাল সাঁতার কাটাতে পারে। Gopal can swim very well.
আমি খেলতে পারি।
I can play.
পাখিরা উড়তে পারে।
The birds can fly.
জল ছাড়া আমরা বাঁচতে পারি না। We cannot live without water.
এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে- Subject বা কর্তা 3rd Person Singular Number হলেও Present Indefinite Tense এ মুল Verb এর শেষে s বা es যোগ হয়না ।
চলুন একটু বুঝে নেওয়া যাক- তিনি একটি বই পড়েন।
He reads a book.
এখানে He হল 3rd Person Singular Number তাই মুল Verb এর শেষে s যোগ হয়েছে।
আবার
তিনি ইংরেজি পড়তে পারেন।
He can read English.
এখানে Subject 3rd Person Singular Number হওয়া সত্বেও read verb এর শেষে s বা es যোগ হল না। কারন can ব্যবহার হয়েছে বলে। Could: আবার অতীতে কোনো একটি কাজ করতে পারতাম কি না বা কাজটি করা সম্ভব ছিল কি না সে সম্পর্কে বলতে এবং বিনীতভাবে কোনো অনুরোধ করতে বাক্যে could শব্দটি ব্যবহার করা হয়। একটা বিষয় মনে রাখবেন - বাংলা ক্রিয়াপদের শেষে সাধারনত পারতাম, পারতে ইত্যাদি শব্দ যুক্ত থাকে। Could এর ব্যবহার:-
আমি হাঁটতে পারতাম।
I could walk.
তুমি কাজটি করতে পারতে।
You could do the work.
সাধারণত ভদ্রতার সহিত কাউকে কোন প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশের জন্য অনেক সময় could এর ব্যবহার হয়ে থাকে। তবে বাক্যগুলি সাধারনত প্রশ্নবোধক হয়।
চলুন কিছু উদাহারনের সাহায্যে বিষয় পরিষ্কার করে নেওয়া যাক।
Could you please tell me the time?
দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন? Could you tell me the way to the police station?
থানায় যাবার রাস্তাটা আমাকে বলতে পারবেন?
Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন? Could you come to my home?
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি? Could you help me with some money?
আপনি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন কি?
চলুন আরও কিছু Can এবং could এর ব্যবহার শিখে নিই- Can এর ব্যবহারঃ
Ability বা সামর্থ বোঝাতে-
He can speak English fluently.
সে অনর্গল ইংরাজী বলতে পারে। She can run fast.
সে দ্রুত দৌড়াতে পারে।
Permission বা অনুমতি নিতে-
আমি কি বাগানে যেতে পারি?
Can I go to the garden?
Request বা অনুরোধ করতে-
আপনি কি আমাকে একটা কলম দিতে পারেন?
Can you give me a pen?
Possibility বা সম্ভাবনা বোঝাতে- সিমলাতে খুব ঠান্ডা পরতে পারে।
It can get very cold in Simla.
Could এর ব্যবহারঃ
Ability বা সামর্থ বোঝাতেঃ
আমি খুব দ্রুত হাঁটতে পারতাম।
I could walk fast.
আমি গান গাইতে পারতাম।
I could sing song.
Possibility বা সম্ভাবনা বোঝাতে- মুম্বাইতে খুব গরম পড়তেও পারে। It could get very hot in Mumbai.
আমি আগামী মাসে ভারতে যেতেও পারি।
I could go to India next month.
Polite request বা ভদ্রোচিত অনুরোধ করতেঃ আপনি আমাকে একটি সংবাদপত্র দিতে পারেন?
Could you give me a newspaper?
আপনি কি আমার জন্য অপেক্ষা করতে পারবেন?
Could you wait for me?
Shall এবং Will এর সঠিক ব্যবহারঃ আজ আমরা শিখব shall, should এবং will, would এর সঠিক ব্যবহার সম্পর্কে? অনেকেই আছেন, বিশেষ করে যারা নতুন ইংরাজি শিখছেন- তারা না জেনে shall, will বা should, would এর ভুল ব্যবহার করেন। অনেকে মনে করেন এটি না জানলেও চলবে কিন্তু আমি মনে করি ইংরাজি শিখতে হলে এগুলো জানার প্রয়োজন আছে। তাই আজকে আমি shall, should এবং will, would এর সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। সঙ্গে অবশ্যই উদাহারন থাকবে spoken English practice করার জন্য। আর তার সাথে `ব্যবহার গুলোও শিখব, যাতে আমাদের প্রাত্যহিক জীবনে কাজে আসে।
সাধারণত Future Indefinite Tense এ Shall অথবা Will ব্যবহার হয়। ভবিষ্যত ঘটনা বা Future incident বুঝাতে: I ও We এর সাথে shall ব্যবহার হয় । Future Indefinite Tense চেনার সহজ উপায় হলো - বাংলা বাক্যের শেষে বো, বে, বেন, ইব, ইবে, ইবেন ইত্যাদি যুক্ত থাকে। চলুন এবার বিষয়টি পরিষ্কার করা যাক কিছু উদাহারনের সাহায্যে- এখানে মনে রাখতে হবে, I এবং We এর সাথে Shall বসে এবং বাকি সব ক্ষেত্রে Will বসে। Shall এবং Will এর ব্যবহারঃ
আমি কাজটি করব।
I shall do the work.
আমরা কাজটি করব।
We shall do the work.
আমি আগামীকাল যাব।
I shall go tomorrow.
আমি কলেজে যাবো।
I shall go to college.
আমরা ব্যায়াম করবো।
We shall take exercise.
তারা ফুটবল খেলবে।
They will play football.
আজ বৃষ্টি হবে।
It will rain today.
সে কখন ফিরবে?
When will he be back?
তুমি খেলবে।
You will play.
সে আজ খেলবে না।
He will not play today.
সবাই তোমাকে ঘৃণা করবে।
Everybody will hate you.
প্রশ্নবোধক বাক্যে যখন shall বা will এর ব্যবহার করা হয় তখন তা অনুমতি বা প্রার্থনার রূপ ধারন করে। যেমন-
আমি কি তোমার জন্য এটা করব?
Shall I do it for you?
আমরা কি ড্যান্স করব?
Shall we dance?
আমি কি তোমার ব্যাগ বহন করব?
Shall I carry your bag?
তুমি কি আমাকে বাড়িতে নিয়ে যাবে?
Will you take me home?
তুমি কি আমাকে মনে করিয়ে দেবে?
Will you remind me?
আপনি কি জানালা টা বন্ধ করবেন?
Will you close the window?
আপনি কি আমাকে একটা কাগজ দিবেন?
Will you give me a paper?
তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে?
Will you lend me some money?
এতক্ষন আমরা শিখলাম I এবং We এর সাথে Shall বসে, বাকি সব ক্ষেত্রে Will বসে, কিন্তু বাক্যে যদি আদেশ, হুমকি বা দৃঢ় প্রতিজ্ঞা বুঝায়, মানে বাক্যটিকে জোর দিয়ে বোঝানোর জন্য 2nd এবং 3rd Person এর সাথে shall ব্যবহৃত হয় আর I এবং We এর সাথে Will ব্যবহৃত হবে। উদাহারনঃ
আমি তোমাকে উচিত শিক্ষা দেবো। I will teach you a good lesson.
তুমি আমার আদেশ পালন করবে। You shall carry out my order.
আমি যাবোই।
I will go.
আমরা অবশ্যই তা করবো।
Surely we will have it.
সে দিল্লী যাবেই।
He shall go to Delhi.
Will এর অতীত কাল বা past form হল Would সে ভেবেছিল আমি আসব।
He thought that I would come.
সে বলল যে সে তাড়াতাড়ি আসবে। He said that he would come soon.
অনেক সময় বাক্যে would দ্বারা অতীত অভ্যাস প্রকাশ করা হয়।
আমি সাঁতার কাটতাম।
I would swim.
সে ধূমপান করত।
He would smoke.
Polite request বা ভদ্রোচিত অনুরোধ বা নমনীয়তার খাতিরে বা প্রশ্ন করতে would ব্যবহার হয়। তুমি কি আমার সাথে রাতের খাবার খেতে চাও?
Would you like to have dinner with me?
আপনি কি এটা কিনতে চান?
Would you like to buy this?
তুমি কফি না চা খাবে?
Would you like coffee or tea?
তুমি কি কিছু খেতে চাও?
Would you like something to eat?
তুমি কি আমার সাথে হাঁটতে যাবে? Would you like to go for a walk?
দয়া করে দরজাটা বন্ধ করবেন? Would you please close the door?
দয়া করে আমাকে একটু সাহায্য করবেন? Would you please help me?
অনুগ্রহ করে আপনার কলমটি দিবেন? Would you please give me your pen?
Would you please give me a space beside you?
অনুগ্রহ করে আপনার পাশে একটু জায়গা দেবেন? Would you please close the window?
আপনি কি দয়া করে জানালা টা বন্ধ করতে পারবেন?
সাধারণত বাক্যে উপদেশ বা উচিত বোঝাতে Should এর ব্যবহার করা হয়। তোমার কঠোর পরিশ্রম করা উচিত। You should work hard.
তোমার এখন যাওয়া উচিত।
You should leave now.
তোমার ধূমপান বন্ধ করা উচিত।
You should stop smoking.
তোমার আরও লেখাপড়া করা উচিত।
You should study more.
Request বা অনুরোধ
আপনার কি আমার সাথে যাওয়া উচিত?
Should you go with me?
আমি কি একটা ফোন করতে পারি?
Should I make a phone call, please?
আমি কি অপেক্ষা করব?
Should I wait?