In Short Time BCS Preliminary English Preparation

BCS Preliminary Preparation In Short Time

অনেকেই প্রশ্ন করেছেন স্বল্প সময়ে কিভাবে বিসিএস এর ইংরেজি প্রস্তুতি নেওয়া যায় ।  স্বল্প সময়ে কি প্রস্ততি নেওয়া সম্ভব ?  এটা নির্ভর করে আপনার দক্ষতার ওপর, আপনি আগে থেকেই কতটুকু পারেন তার ওপর । যদি আপনি ইংরেজি গ্রামারের বেসিক গ্রামার নিয়ম ভালো পারেন এবং আগে থেকেই গ্রামারে মোটামুটি দক্ষ তবে এটি সম্ভব । 
কম সময়ে BCS ইংরেজি প্রস্তুতি নিতে চাইলে বিষয়ভিত্তিক কোন টপিকগুলোকে গুরুত্ব দিতে হবে ?
 

কম সময়ে ভালো প্রস্তুতি নিতে হলে একটু কৌশলে পড়তে হবে । যা পড়বেন জেনে পড়বেন, অর্থাৎ আপনি যেটা পড়ছেন এটা কি পরীক্ষার হলে কাজে দিবে ? ঠিক এভাবে পুর্ব ছক করে নিয়ে পড়া শুরু করুন । 

English language 

17 marks (within 20 marks)
 
✓ Parts of speech (06)
Noun
Number
Participle
Adverb
Preposition
Parts of speech থেকে প্রতি পরিক্ষাতেই বেশ কিছু প্রশ্ন করা হয় । প্রায় ৫ থেকে ৬টা প্রশ্ন এখান থেকে কমন পাবার সম্ভাবনা রয়েছে ।  এর মধ্যে ওপরে উল্লেখিত Noun, Number, Participle, Adverb, Preposition টপিকগুলো ভালো করে করতে হবে ।
 
Phrase & Idioms (03)
Clause (01)
Correction (01)
এই তিনটি টপিক এর জন্য যেটা করতে পারেন , বিগত বিসিএস প্রশ্নে দেখুন এই টপিক গুলো থেকে কি ধরনের প্রশ্ন করা হয়েছে । একটা প্রথমিক ধারনা নিন, এবং প্রথমিক ধারনা শেষে প্রাকটিস করা শুরু করুন । লক্ষ করে দেখবেন কিছু কিছু গ্রামার এর নিয়ম আছে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বার বার দেয়, সেগুলো ভালো করে করবেন কাজ হয়ে যাবে ।

Voice, Narration (01)
Tense (01)
এই টপিকগুলো সম্পুর্ন গ্রামার ভিত্তিক আপনি ভালো করে  Voice, Narration, Tense এর নিয়ম জেনে থাকলে একটু প্রাকটিস করুন পারবেন ।

Spelling (01)
প্রথমে বিগত বছরের প্রশ্ন স্টাডি করুন দেখবেন এখান থেকে একটা প্রাথমিক ধারণা পাবেন । এবার দেখুন কোন ধরনের প্রশ্নগুলোতে আপনার বেশি সমস্যা হচ্ছে । সেগুলো নির্বাচন করুন এবং সেগুলো ভালো করে লিখে একটি জায়গায় নোট করুন যাতে নিয়মিত একটিবারও গুলোর দিকে চোখ বুলাতে বানান । 

Condition (01)
Agreement (01)
এই দুটি টপিক সম্পূর্ণ গ্রামার রিলেটেড আপনি যদি গ্রামার এর নিয়ম না জেনে থাকেন তবে কখনোই এই দুটির উত্তর সঠিক করতে পারবেন না । বিগত বছরের প্রশ্নগুলো দেখুন একটা প্রাথমিক ধারণা পাবেন এবং এখানে লক্ষ করবেন কোন নিয়ম গুলো থেকে বেশি বেশি প্রশ্ন করা হয় । প্রথমে সে নিয়মগুলো আয়ত্ত করুন , সাধারণত ওই রুলস গুলো ঘুরিয়ে-ফিরিয়ে বারবার পাবেন । 

English literature

08 marks (Within 10 marks)
এই অংশে সাধারণত গ্রামাটিক্যাল কোন নিয়ম থাকবে না তাই ইংলিশ লিটারেচার অংশে কত পাবেন এটা নির্ভর করবে পুরোটাই আপনার মুখস্থবিদ্যার উপরে । ইতিহাস মনে রাখা তুলনামূলক কঠিন তাই এই প্রশ্নগুলো বাছাই পূর্বক বারবার আপনাকে পড়তে হবে । প্রথমে বিগত বছরের প্রশ্ন গুলো দেখুন দেখবেন এখানে একটি প্রাথমিক ধারণা পেয়ে যাবেন । বিসিএস সহ অন্যান্য বিগত সালের প্রশ্ন গুলোতে ইংরেজি লিটারেচার অংশ দেখুন এবং এগুলো ভালো করে পড়ে ফেলুন । মনে রাখবেন যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন পড়ে থাকে তাদের কাছে অধিকাংশ প্রশ্নই রিপিটেড হয়ে থাকে । এছাড়াও আপনার যে টপিকগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো আপনার পছন্দ অনুযায়ী পড়ে ফেলুন ।

1. Literaray terms
2. Period of English Literature
3. William Shakespeare
4. Romantic Age (02 marks)
5. G.B Shaw
6. W.B Yeats
7. Thomas Gray
8. লেখকদের বিখ্যাত উক্তি
9. উপাধি

মনে রাখবেন তাদের কাছে প্রশ্ন কঠিন যারা ঠিকমতো পড়াশোনা করে না । বিসিএস এর প্রশ্ন অন্যান্য চাকরির পরীক্ষাগুলোর তুলনায় অনেক সাধারণ হয়ে থাকে । কেউ যদি একদম না পড়ে গিয়েও পরীক্ষার হলে একটু ভেবেচিন্তে উত্তর করে আমি মনে করি সেও অনায়াসে ৬০-৭০ নম্বর পেয়ে যাবে । আর আপনি তো পড়াশোনা করে যাচ্ছেন আপনি কেন ১২০-১৪০ পাবেন না । 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url