What is Article ? │ What are the types of article ? │ How do you use article in a sentence ?
• Article – a , an , the শব্দগুলকে article বলে ।
Article দুই প্রকার –
১। Indefinite article ( অনির্দিষ্ট ) a , an যেমনঃ a toy – একটি খেলনা । an egg - একটি ডিম ।
২। definite article ( নির্দিষ্ট ) the যেমনঃ the toy – খেলনাটি । the boy – বালকটি ।
Article দুই প্রকার –
১। Indefinite article ( অনির্দিষ্ট ) a , an যেমনঃ a toy – একটি খেলনা । an egg - একটি ডিম ।
২। definite article ( নির্দিষ্ট ) the যেমনঃ the toy – খেলনাটি । the boy – বালকটি ।
Indefinite Article (A,An):
A অথবা an শুধুমাত্র Singular Countable Noun এর পূর্বেই ব্যবহৃত হয় তবে এক্ষেত্রে Vowel sound(a,e,i,o,u) এর পূর্বে an এবং consonant sound এর পূর্বে a বসে।
যে সকল Vowel sound এর উচ্চারণ ওয়া (oa) এবং ইউ (eu) এর মতো তাদের পূর্বে a বসে
Word এর প্রথমে consonant থাকলেও সেটি যদি উহ্য থাকে তাহলে তার পরের vowel অনুসরে a বসে।
Abbreviated word গুলোর ক্ষেত্রে প্রথম letter টি কে ভেঙে উচ্চারণ করার সময় প্রথমে vowel আসলে তার পূর্বে an বসে এবং consonant আসলে তার পূর্বে a বসে ।
Couple,dozen,million,hundred,thousand প্রভৃতি সংখ্যাবাচক শব্দের পূর্বে a/an ব্যবহৃত হয়
অপরিচিত কোনো ব্যক্তি বা তার ছদ্মনাম কিংবা পদবীর পূর্বে a/an বসে।
Proper noun কে Common noun এ রূপান্তর করতে Proper noun এর পূর্বে a/an বসে।
Definite Article (The)
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাতে ।
Singular noun এর পূর্বে যখন তা সমগ্র জাতিকে বুঝায় ।
Uncountable noun এর পূর্বে যখন এটিকে নির্দিষ্ট করা হয় ।
প্রকৃতিতে একটি মাত্র আছে এমন কোনো কিছুর নামের পূর্বে ।
যে noun দ্বারা কোনো জাতি বা গোষ্ঠী বোঝায় তার পূর্বে,তবে ভাষার পূর্বে the বসেনা ।
সমষ্টিবাচক দেশের নামের পূর্বে ।
বাদ্যযন্ত্রের নামের পূর্বে ।
শরীরের অঙ্গ প্রতঙ্গের নামের পূর্বে ।
নিম্নোক্ত Proper noun সমূহের নামের পূর্বে ।
Names of holy books
Names of newspapers
Names of ships
Names of train
Names of aeroplanes
Names of space crafts
Names of famous buildings
Names of rivers
Names of seas
Names of oceans
Names of gulfs
Names of mountain ranges
Names of groups of island
Names of desert
Names if the directions
একটি মাত্র পর্বত বা দ্বীপ,অন্তরীপ বা হ্রদের নামের পূর্বে the বসে না
কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা বুঝালে Proper noun এর পূর্বে the বসে ।
Article ( A এবং An ) এর ব্যবহার১। word এর শুরুতে consonant বা vowel দ্বারা শুরু না হলে সাধারণত তাদের পূর্বে a বসে ।
উচ্চারনের ভিত্তিতে শব্দের শুরুতে vowel থাকলে তাদের পূর্বে an বসে ।
A cat , a girl , a bat এবং an orange , an egg , an apple
An এর ব্যতিক্রম -
১। u এর উচ্চারন (ইউ) এর মত হলে – a বসে ।
A uniform , a university , a useful
u এর উচ্চারন ( আ ) এর মত হলে – an বসে ।
an umbrella , an ugly
২। o এর উচ্চারন ( ওয়া ) এর মত হলে – a বসে ।
A one – taka note , a one – eyed man
o এর উচ্চারন ( অ ) এর মত হলে – an বসে ।
an hour , an honest
• অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুর নামের পূর্বে a বা an বসে ।
যেমনঃ a man , an old lady
• কোন একক বা ইউনিট বোঝাতে a বা an বসে ।
যেমনঃ a kilogram / ten years old girl
• অপরিচিত ব্যক্তির নাম বোঝাতে a বা an বসে ।
যেমনঃ a faruk / an Imran
• পেশা বা ব্যবসা বোঝাতে a বা an বসে ।
যেমনঃ a service holder / an engineer
• ব্যাকে ২টি adjective word থাকলে ১ম টির পূর্বে a বা an বসে ।
যেমনঃ I have a nice and costly pen .
• Singular common noun এর আগে a বা an বসে ।
যেমনঃ The elephant is a large animal.
• Exclamatory বোঝাতে what এবং How এর পরে a বা an বসে ।
যেমনঃ What a nice flower.
• Adjective এর আগে so,too ইত্যাদি থাকলে এদের পরে a বা an বসে ।
যেমনঃ The cow is so usfull an animal.
• Quite ও Rather এর পরের adjective এর আগে a বা an বসে ।
যেমনঃ The cuckoo is quite a popular bird.
The এর ব্যবহারঃ
• নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু , পরিচিত কোন বস্তু বা স্থানের নাম , একক বস্তু – যেমনঃ পৃথিবী ,সুর্য্য , চন্দ্র ইত্যাদি নামের পূর্বে the বসে ।
Ex: The boys are playing
The earth moves round the sun
The park is a beautiful place
• Road এর নাম , পেশা, ধর্ম গ্রন্থ, সংবাদ পত্র, যানবাহন, নদি, সাগর, সমষ্টিবাচক দেশের নাম ইত্যাদির পূর্বে the বসে।
যেমনঃ The N.S Road, the Quran, the Prothom Alo, the Padma, the Bangladesh
• ব্যক্তি বা বস্তুর গুন, Superlative degree, তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পুর্বে ,ট্রেন বা জাহাজের নাম,সংখ্যা প্রকাশক,কিছু collective noun এর পুর্বে the বসে ।
যেমনঃ The kindness, the most beautiful, the battle, the green arrow, the dozen, the audience ।
• কোন অনির্দিষ্ট noun ২য় বার উল্লেখিত হয়ে নির্দিষ্ট হলে the বসে ।
যেমনঃ there is a tree in the garden . the tree is very tall .
Omission Of Aticles• খেলার নাম, আহার বা খাবার , ভাষার নাম , বার বা মাসের নাম ইত্যাদির পূর্বে সাধারণত article বসে না ।
• Advice , information , news , baggage , water , milk , oil , ink , tea , paper , father , mother , baby ইত্যাদি word এর পূর্বে a/an বসে না ।
• Material noun , abstract noun (honesty / kindness) এর পূর্বে the বসে না ।
• শরীরের অঙ্গ , পোশাক , ঋতু , উৎসব ইত্যাদির পূর্বে the বসে না ।
• Kind of , soft of , allah ইত্যাদির পূর্বে সাধারণত article বসে না ।
• Poper noun এর পূর্বে সাধারণত the বসে না ।
• Ordinal number এর পূর্বে সাধারণত a / an বসে না ।
• Uncountable noun – যা গোনা যাই না এদের পূর্বে সাধারণত the বসে না ।
• Nature বা প্রকৃতি বোঝাতে the বসে না ।
• Squares,buildings,parks,streets,avenue ইত্যাদির নামের পূর্বে article ব্যবহৃত হয় না।
• King বা Queen এর সাথে তাদের নাম থাকলে কিংবা কোনো title কোনো noun এর apposition হয়ে বসলে তার
পূর্বে article বসে না।
• কোনো ঋতু বা উৎসবের নামের পূর্বে article ব্যবহৃত হয় না।
• Games বা meals এর নামের পূর্বে article ব্যবহৃত হয় না।
• Man/woman যখন মানুষ জাতিকে বুঝায় এবং father, mother,uncle,aunt,baby ইত্যাদি যখন আমাদের
father,mother, uncle,aunt,baby বুঝায় তার পূর্বে article ব্যবহার করা যায় না।
A অথবা an শুধুমাত্র Singular Countable Noun এর পূর্বেই ব্যবহৃত হয় তবে এক্ষেত্রে Vowel sound(a,e,i,o,u) এর পূর্বে an এবং consonant sound এর পূর্বে a বসে।
যে সকল Vowel sound এর উচ্চারণ ওয়া (oa) এবং ইউ (eu) এর মতো তাদের পূর্বে a বসে
Word এর প্রথমে consonant থাকলেও সেটি যদি উহ্য থাকে তাহলে তার পরের vowel অনুসরে a বসে।
Abbreviated word গুলোর ক্ষেত্রে প্রথম letter টি কে ভেঙে উচ্চারণ করার সময় প্রথমে vowel আসলে তার পূর্বে an বসে এবং consonant আসলে তার পূর্বে a বসে ।
Couple,dozen,million,hundred,thousand প্রভৃতি সংখ্যাবাচক শব্দের পূর্বে a/an ব্যবহৃত হয়
অপরিচিত কোনো ব্যক্তি বা তার ছদ্মনাম কিংবা পদবীর পূর্বে a/an বসে।
Proper noun কে Common noun এ রূপান্তর করতে Proper noun এর পূর্বে a/an বসে।
Definite Article (The)
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাতে ।
Singular noun এর পূর্বে যখন তা সমগ্র জাতিকে বুঝায় ।
Uncountable noun এর পূর্বে যখন এটিকে নির্দিষ্ট করা হয় ।
প্রকৃতিতে একটি মাত্র আছে এমন কোনো কিছুর নামের পূর্বে ।
যে noun দ্বারা কোনো জাতি বা গোষ্ঠী বোঝায় তার পূর্বে,তবে ভাষার পূর্বে the বসেনা ।
সমষ্টিবাচক দেশের নামের পূর্বে ।
বাদ্যযন্ত্রের নামের পূর্বে ।
শরীরের অঙ্গ প্রতঙ্গের নামের পূর্বে ।
নিম্নোক্ত Proper noun সমূহের নামের পূর্বে ।
Names of holy books
Names of newspapers
Names of ships
Names of train
Names of aeroplanes
Names of space crafts
Names of famous buildings
Names of rivers
Names of seas
Names of oceans
Names of gulfs
Names of mountain ranges
Names of groups of island
Names of desert
Names if the directions
একটি মাত্র পর্বত বা দ্বীপ,অন্তরীপ বা হ্রদের নামের পূর্বে the বসে না
কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা বুঝালে Proper noun এর পূর্বে the বসে ।
Article ( A এবং An ) এর ব্যবহার
উচ্চারনের ভিত্তিতে শব্দের শুরুতে vowel থাকলে তাদের পূর্বে an বসে ।
A cat , a girl , a bat এবং an orange , an egg , an apple
An এর ব্যতিক্রম -
১। u এর উচ্চারন (ইউ) এর মত হলে – a বসে ।
A uniform , a university , a useful
u এর উচ্চারন ( আ ) এর মত হলে – an বসে ।
an umbrella , an ugly
২। o এর উচ্চারন ( ওয়া ) এর মত হলে – a বসে ।
A one – taka note , a one – eyed man
o এর উচ্চারন ( অ ) এর মত হলে – an বসে ।
an hour , an honest
• অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুর নামের পূর্বে a বা an বসে ।
যেমনঃ a man , an old lady
• কোন একক বা ইউনিট বোঝাতে a বা an বসে ।
যেমনঃ a kilogram / ten years old girl
• অপরিচিত ব্যক্তির নাম বোঝাতে a বা an বসে ।
যেমনঃ a faruk / an Imran
• পেশা বা ব্যবসা বোঝাতে a বা an বসে ।
যেমনঃ a service holder / an engineer
• ব্যাকে ২টি adjective word থাকলে ১ম টির পূর্বে a বা an বসে ।
যেমনঃ I have a nice and costly pen .
• Singular common noun এর আগে a বা an বসে ।
যেমনঃ The elephant is a large animal.
• Exclamatory বোঝাতে what এবং How এর পরে a বা an বসে ।
যেমনঃ What a nice flower.
• Adjective এর আগে so,too ইত্যাদি থাকলে এদের পরে a বা an বসে ।
যেমনঃ The cow is so usfull an animal.
• Quite ও Rather এর পরের adjective এর আগে a বা an বসে ।
যেমনঃ The cuckoo is quite a popular bird.
The এর ব্যবহারঃ
• নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু , পরিচিত কোন বস্তু বা স্থানের নাম , একক বস্তু – যেমনঃ পৃথিবী ,সুর্য্য , চন্দ্র ইত্যাদি নামের পূর্বে the বসে ।
Ex: The boys are playing
The earth moves round the sun
The park is a beautiful place
• Road এর নাম , পেশা, ধর্ম গ্রন্থ, সংবাদ পত্র, যানবাহন, নদি, সাগর, সমষ্টিবাচক দেশের নাম ইত্যাদির পূর্বে the বসে।
যেমনঃ The N.S Road, the Quran, the Prothom Alo, the Padma, the Bangladesh
• ব্যক্তি বা বস্তুর গুন, Superlative degree, তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পুর্বে ,ট্রেন বা জাহাজের নাম,সংখ্যা প্রকাশক,কিছু collective noun এর পুর্বে the বসে ।
যেমনঃ The kindness, the most beautiful, the battle, the green arrow, the dozen, the audience ।
• কোন অনির্দিষ্ট noun ২য় বার উল্লেখিত হয়ে নির্দিষ্ট হলে the বসে ।
যেমনঃ there is a tree in the garden . the tree is very tall .
Omission Of Aticles
• Advice , information , news , baggage , water , milk , oil , ink , tea , paper , father , mother , baby ইত্যাদি word এর পূর্বে a/an বসে না ।
• Material noun , abstract noun (honesty / kindness) এর পূর্বে the বসে না ।
• শরীরের অঙ্গ , পোশাক , ঋতু , উৎসব ইত্যাদির পূর্বে the বসে না ।
• Kind of , soft of , allah ইত্যাদির পূর্বে সাধারণত article বসে না ।
• Poper noun এর পূর্বে সাধারণত the বসে না ।
• Ordinal number এর পূর্বে সাধারণত a / an বসে না ।
• Uncountable noun – যা গোনা যাই না এদের পূর্বে সাধারণত the বসে না ।
• Nature বা প্রকৃতি বোঝাতে the বসে না ।
• Squares,buildings,parks,streets,avenue ইত্যাদির নামের পূর্বে article ব্যবহৃত হয় না।
• King বা Queen এর সাথে তাদের নাম থাকলে কিংবা কোনো title কোনো noun এর apposition হয়ে বসলে তার
পূর্বে article বসে না।
• কোনো ঋতু বা উৎসবের নামের পূর্বে article ব্যবহৃত হয় না।
• Games বা meals এর নামের পূর্বে article ব্যবহৃত হয় না।
• Man/woman যখন মানুষ জাতিকে বুঝায় এবং father, mother,uncle,aunt,baby ইত্যাদি যখন আমাদের
father,mother, uncle,aunt,baby বুঝায় তার পূর্বে article ব্যবহার করা যায় না।
Add Comment
comment url