Interesting information in English

Most Interesting information in English

1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification. যার অর্থ অপদার্থ। তবে এর আরও অর্থ রয়েছে।
2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80
3. ইংরেজি madam, eye ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
4. “A quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
5. “ I am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এর পরে u আছে।
9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে vowel গুলো একসঙ্গে আছে।
10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable.
11. Rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By.
15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
16. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-
পিপড়া।
17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
21. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
25. বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, "বৃষ্টি পড়ছে"।
  •  It is raining.
  •  Bristi is reading.
28. Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
29. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।
30. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed
31. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
32. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous
33. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
34. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
35. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
36. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।
37. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein
38. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
39. indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।
40. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।
41. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
42. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।।

English Version

1. The longest English word is- Floccinaucinihilipilification. Which means nonsense. But it has more meaning.
2. 80 is called letter marks because L = 12, E = 5, T = 20, T = 20, E = 5, R = 18 (spatial number of letters) so 12 + 5 + 20 + 20 + 5 + 18 = 80
3. The English words madam, eye and reviver will be the same if read in reverse.
4. The sentence "A quick brown fox jumps over the lazy dog" has 26 English letters.
5. “I am” is the shortest English sentence.
6. The words “Education” and “Favorite” have all the vowels.
7. The word "Abstemious and Facetious" has all the vowels. Interestingly, the vowels of the words are in order (a-e-i-o-u).
8. All words consisting of English Q have u after Q.
9. Queueing is a word in which the vowels are together.
10. The longest word without repeating the same letter is Uncopyrightable.
11. Rhythm is the longest English word without vowel.
12. Floccinaucinihilipilification is the most vowel rich word with 16 vowels.
13. The shortest words with vowel are A (a) and I (I).
14. The shortest word without a vowel is By.
15. Assassination English Synonym Assassination The easiest way to remember is ass-ass-I-race.
16. Lieutenant The easy way to remember the pronunciation of the word lieutenant is lie-you-ten-
Ants.
17. e is used after v when writing University but a is used after v when writing Varsity.
18. The word "Uncomplimentary" has all the vowels. Interestingly, word vowels are in reverse order (u-o-i-e-a).
19. “Exclusionary” is a word rich in 5 vowels in which there is no repetition of any letter.
20. The first 3 letters of the words "study, hijak, nope, deft" are in order.
21. “Executive and Future” are two words that have one letter followed by a vowel.
22. Mozambique is the name of a country that has all the vowels.
23. A1 is the only word that has English letters and numbers.
24. I am sitting after am but I is the ninth letter of the alphabet !!!!!!!!!!!!
25. It is raining.
26. Bristi is reading.
27. The two sentences mean the same thing, "it's raining".
28. Stewardesses is the largest English word that is used only on the left hand to type on the keyboard.
29. Dreamt is the only English word that has mt at the end.
30. There are 3 words in English that have ceed at the end. They are: proceed, exceed, succeed
31. Almost is the largest English word whose letters are in order.
32. There are only 4 words in English that have dous at the end. These are: tremendous, horrendous, stupendous, hazardous
33. Lollipop is the largest English word that is used only on the right hand to type on the keyboard.
34. Screeched is the largest English word with one syllable.
35. Underground is a word that has the first 3 letters and the end.
36. The word set has the most meaning.
37. Therein is a word from which 10 new words can be made without any sorting. They are: the, there, he, in, rein, her, here, ere, therein, herein
38. Typewriter is the largest English word that is used only in the top row to type on the keyboard.
39. indivisibility A word that has only one vowel i ৬ bar.
40. The word bookkeeper has 3 pairs of letters oo, kk, ee side by side.
41. understudy is a word that has 4 consecutive letters rstu.
42. Queue is the only English word that has the same pronunciation even if the last 4 letters are omitted.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url