Translations
এই পেজের শেষে দেখুন ডাউনলোড লিংক দেওয়া আছে -
English to Bangle
Allah is My Creator. - আল্লাহ আমার সৃষ্টিকর্তা
Quran is My Main Book. - কোরান আমার প্রধান বই
Don't Say Anymore. - আর কিছু বল না
Keep Silent. -- চুপ থাকো
I am in tension. - আমি চিন্তায় আছি
Disgusting For Me. - আমার জন্য বিরক্তিকর
Bye For Ever. - বিদায় চিরতরে
You have forgotten me. - তুমি আমাকে ভুলে গেছো
there is good news for you. - তোমার জন্য সুখবর আছে
You need some rest. - তোমার বিশ্রামের দরকার
share no relation with her.- তার সাথে আমারকোনো সম্পর্ক নেই
Nobody trust me. - কেউ আমাকে বিশ্বাস করে না
I will keep an eye on you. - আমি তোমার উপর নজর রাখব
Don't get me wrong. - আমাকে ভূল বুঝ না
I am really worried for you. - আমি সতি্য চিন্তিত তোমার জন্য
I can't take it anymore. - আমার আর সহ্য হচ্ছে না
Oh,that makes me think of.- এ থেকে একটা কথা মনে পড়ছে.
Oh,I forgot to mention. - ঐ দেখ,ভুলেই গিয়েছিলাম.
রতনে রতন চিনে - Diamond cuts diamond.
গ্রীষ্ম শুরু হয়েছে - The summer has set in.
Bangle to English
সম্ভবত - May be.
সম্ভবত সে ক্লাস মিস করেছে। - She may have missed the class.
সম্ভবত সে বাড়িতে পৌঁছে গেছে - He may have reached home.
সম্ভবত সে আগামি কাল ফিরবে। - He may come back tomorrow.
তুমি সুখী হও - May you be happy..
তুমি জীবনে উন্নতি কর। - May you prosper in life.
তোমার দিন দিন উন্নতি হোক। - May you prosper day by day.
তোমার পুরো জীবনটা তোমার মতো মিষ্টি হোক। - May your whole life be sweet as you are.
আল্লাহ আপনাকে ধনে-জনে সুখি রাখুন। - May Allah bless you with man and money..
এবার আমি উঠতে পারি? - May I take leave now?
একটু অপেক্ষা কর। - Hang on a moment.
আমি এক্ষুণি আসছি। - I'll be back in a moment.
আমি আগামি কাল যাবো। - I'll go tomorrow.
তুমি ঠিক বলেছো। - You are right.
একদম ঠিক। - Too right.
আসলে তা নয়। - Not really.
সেটাই। - That's the thing.
যতেষ্ট সত্য। - true enough.
সেটা ঠিক। - That's quite right.
নিশ্চয় ভুল বলেছো। - That's wrong, surely.
English to Bangle He has gone for forgood. - সে চিরকালের জন্য চলে গেছে।
Cut your coat according to your cloth - আয় বুঝে ব্যয় কর
Where there is a will there is a way - ইচ্ছা থাকলে উপায় হয়
Black takes no other hue - কয়লা ধূলে ময়লা যায় না
None of your little games - তোমার কোন চালাকি চলবে না
You must try to bridle your temper - তোমার রাগ নিয়ন্ত্রন করা উচিৎ
Blessed be your tongue - তোমার মুখে ফুলচন্দন ফুটুক
What are you up to? - তুমি কি নিয়ে ব্যস্ত ?
Do not harp on the same thing - এককথা বারবার বলনাতো
So far, so good - কোনরকম
See you around - দেখা হবে
One day or other – কোনো না কোনো একদিন
Next to next friday – আগামী শুক্রবারের পরের শুক্রবার
I had no other option. আমার আর কোন উপায় ছিল না
Everything will be all right. - সব ঠিক হয়ে যাবে
You will never be happy. -তুমি কখনো সুখী হবে না
Let go of my hand. - আমার হাত ছেড়ে দাও
Bangle to English
আমি এটা না করে পারলাম না - I could not but do it.
ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না - Riches do not last long.
বেশি কথা বলো না। - Don't talk too much.
তোমার লজ্জা থাকা উচিত। - You should be ashamed.
আমি সন্তুষ্ট। - I am satisfied.
আমাকে শেষ করতে দাও। - Please let me finish.
আমাকে কখনও ভুলো না। - Please never forget me.
তার নাম কাটা গেল। - His name has been struck off.
তিনি বড় কষ্টে সময় কাটাচ্ছেন। -He is having a very hard time.
আগুন জ্বলে উঠেছে। - The fire has blazed up.
আপনার স্নেহই আমার প্রেরণা। - Your affection is my inspiration.
আমি আপনার কাছে কৃতজ্ঞ। - I am grateful to you.
আমি আপনার কাছে খুবই ঋণী। - I am very much indebted to you.
আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। - I entreat you for help.
আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? - What service can I do for you?
নিঃসঙ্গ জীবনে আমি অতিষ্ঠ হয়ে ওঠেছি। - I am fed up with lonely life.
আমি আপনার জন্য দোয়া করবো। - I will pray for you.
আমি সন্তুষ্ট।- I am satisfied.
আমাকে শেষ করতে দাও। - Please let me finish. Bangle to English
আমাকে ব্যাখ্যা করতে দাও। - Please let me explain.
তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছো। - You are crossing the limit.
অহংকারী হইও না। - Don't be egoist.
মরণকালে ঔষুধ নাই - Death defies doctors.
অতি ভক্তি চোরের লক্ষণ - Too much courtesy,too much craft.
By the way. - ও,ভাল কথা.
তোমার দিন শুভ হোক। - Good day to you.
তুমি সুখে থাকো। - May you be happy.
ভালো থেকো। - Cheer you.
কিছু মনে করো না। - Please never mind.
পিতামাতাকে শ্রদ্ধা করো। - Respect your parents.
আমাকে অনুসরণ করো। - Follow me.
তুমি কোথায় থাক? - Where do you put up?
এ বিষয়ে মতভেদ আছে। - Opinions differ on this subject.
এ বাড়ীটি ভাড়া দেয়া হবে। - The house is to let.
He is nowhere to be seen. - তাকে কোথাও দেখা যাচ্ছে না ।
আমাকে কখনও ভুলো না। - Please never forget me.
Short form – Bangle to English
একটু তাড়াতাড়ি! - Hurry up,please!
কি ভীষণ! - How terrible!
কি ভয়ানক! - How terrible!
ছিঃঅত্যন্ত পরিতাপের বিষয়! - How disgraceful!
অসম্ভব! - How absurd!
কি স্পর্ধা! - How dare he!
আরে [তাই নাকি]! - Oh!
কি মিষ্টি! - How sweet!
বাঃ বেশ! - Marvellous!.
কি সুন্দর! - How lovely!
হায়! - My god!
জীবন উপভোগ করো। - Enjoy your life.
তৈরি হও। - Please be ready.
সাহসী হও। - Be brave.
উদ্ধমী হও। - Be enthusiastic.
মোটেও না। - Not at all.
আমার কথা শুনো। - Listen to me.
সুন্দর হয়েছে তো! - Done wonderfully!
নিশ্চয়ই! - Of course!
আল্লাহর কৃপাতে!/ কৃপায় ! By Allah grace!
আল্লাহ তোমার মঙ্গল করুন! - May allah bless you!
আপনাকেও! - Same to you!
হায়,আল্লাহ! - Oh Allah! .
তোমাকেও! - Same to you!
খুবই সুন্দর! - Excellent!
অত্যন্ত দুঃখের ব্যাপার! - How sad!
অত্যন্ত খুশির খবর! - How joyful!
সাবাস! - Well done!
বাঃ,সুন্দর! - Beautiful!
English to Bangle
Massacre - নির্বিচারে হত্যা করা,
Rough (রাফ) - অমার্জিত,
Modest (মোডেস্ট) - বিণয়ী,
Wicked (উইকেড) - দুষ্টু,
Cruel (ক্রুয়েল) - নিষ্ঠুর
Evaluate(এভ্যালিউএইট) - মূল্যায়ন করা,
Gala day - উত্সবের দিন,
Rag day - সমাপনী দিন,
Rainy day - দুর্দিন,
Hectic day - ব্যস্তদিন,.
Carry the day - জয়লাভ করা,
Day to day - দিনদিন .
To this day – আজ পর্যন্ত,
Day care – দিবাকালীন তত্ত্বাবধান,
Day time – দিনের বেলা,
Day break – প্রভাত,
Day after tomorrow – আগামী পরশু,
Day before yesterday – গত পরশু,
Only the other day – এইতো সেদিন,
The other day – সেদিন,
Every other day – একদিন পরপর,
Every third day – তিনদিন পরপর,
Short form – English to Bangle Innocent - নির্দোষ,
Detain (ডিটেইন) - গ্রেফতার করা,
Tip-off (টিপ অফ) - ইঙ্গিত,
Urge (আজ) - কাউকে কোন কিছু করতে জোরালো আবেদন করা
Raid (রেইড) - হামলা করা
The very day – সেই দিনেই,
Assembly - সভা
Avoiding - এড়ানো
Clarification - ব্যাখ্যা প্রদান
Conflict - দ্বন্দ্ব
Convenient - সুবিধাজনক
Convey - জানানো
Effective – কার্যকর
Ensure - নিশ্চিত করা
Excessive - মাত্রাতিরিক্ত
Illiterate - অশিক্ষিত
Immediate - তাৎক্ষনিক
Instant – প্রাথমিক
Lessen - হ্রাস করা/ কমানো
Minimize - হ্রাস করা
Misunderstanding -ভুল বোঝা বুঝি
Motivating - প্রণোদনা প্রদান
Red-tapism - দীর্ঘ সূত্রিতা
Speedy - দ্রুতি
Suggested Link:
Professor's Key To Govt Bank Job Full PDF Book
Part - 4 ( Download Now ! )
. অন্যান্য পার্ট গুলো ডাউনলোড করতে চাইলে এখানে আসুন
Click Here !
Click Here !