words clearance | Some confusing words | ইংরেজীতে কনফিউশন করা কিছু শব্দ এবং এদের অর্থ


Day After Tomorrow – আগামী পরশু
Day Before Yesterday – গত পরশু
Only The Other Day – এইতো সেদিন
The Other Day – সেদিন
Every Other Day – একদিন পরপর
Every Third Day – তিনদিন পরপর
The Very Day – সেই দিনেই
Next To Next Friday – আগামী শুক্রবারের পরের শুক্রবার .
Memorable day - স্মরণীয় দিন
Carry the day- জয়লাভ করা
Day to day -দিনদিন
Gala day – উৎসবের দিন
Rag day-graduation - সমাপনী দিন
Hot day -দুর্দিন
Hectic day- ব্যস্ত দিন
One Day Or Other – কোনো না কোনো একদিন,
Day Care – দিবাকালীন তত্ত্বাবধান,
Day Time – দিনের বেলা
Day Break – প্রভাত
To This Day – আজ পর্যন্ত

use of the word - There
There এর ব্যবহারঃ
There is/are - আছে
There was/were - ছিলো
There will be - হবে
There will have - থাকবে
There can be - থাকতে পারে
There could be - থাকতে পারতো
There may be - হতে পারে
There must be - নিশ্চয়ই হবে
There may not be - থাকতে নাও পারে
There must have been - নিশ্চয়ই ছিলো
There should be - থাকা উচিত
There should have been - থাকা উচিত ছিলো
There should not be - থাকা উচিত না
There should have been - থাকা উচিত ছিলো
There could have been - থাকতে পারবে
There seems to be - আছে বলে মনে হয়
There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে
There are deer in this jungle- এই বনে হরিণ আছে
There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে
There may be crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।
There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়
There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত

Meaning of wh-words:
What – কি?
Whom – কাকে?
When – কখন?
Which – কোনটি?
What else – আর কি?
Who else – আর কে?
When else – আর কখন?
Where else – আর কোথায়?
How – কিভাবে?
How long – কতক্ষণ?
How far – কত দূর?
How often – কত সময় পর?
How fast – কত দ্রুত?
How dare – কোন সাহসে?
How fare – কত ভাড়া?
How quickly – কত দ্রুত?
How about-কেমন হয়?
How come-কিভাবে?
How much – কি পরিমাণ? (গননা করা যায় না)
How many – কতগুলো? (গননা করা যায়)
How on earth- কিভাবে (বিরক্ত প্রকাশার্থে)
Why on earth- কেন যে? (বিরক্ত প্রকাশার্থে)
When on earth- কোন সময়?(বিরক্ত প্রকাশার্থে)
Where on the earth- কোথায় যে গেল (বিরক্ত প্রকাশার্থে)
Where – কোথায়?
How else – আর কিভাবে?
Which else – আর কোনটি?
Whatever else – আর যাই হোক না কেন?
How could you- কিভাবে তুমি?
How old – কত বয়স?
How much longer – আর কতক্ষণ?
How many times-কতবার?
How peaceful! – কি শান্ত!
How else – আর কিভাবে?
How genius you are! – কত মেধাবী তুমি!
How have you been? – তুমি কেমন ছিলে?
What about- কি হয়?
What about you? - তোমার কি খবর?
What about Mina?-মিনার কি হল?
What time- কোন সময়?
What type of- কি ধরনের?
What kind of – কি ধরনের?
What sort of - কি ধরনের?
What sort of proposal is it?- এটা কি ধরনের প্রস্তাব?
What colour-কি ধরনের রং?
Which one- কোনটা?
Which ones-কোনগুলো?
Why- কেন?
Why not- কেন নয়?
Why did he fail?- সে কেন ব্যর্থ হয়েছিল?
From whom- কার কাছ থেকে
Where do you study?- তুমি কোথায় পড়াশোনা কর?
Where does he go? - সে কোথায় যায়?
Whom are you thinking? -তুমি কার কথা ভাবছ?
Whom are you talking to?- তুমি কার সাথে কথা বলছ?
Who – কে?
Who are calling you? -তোমাকে কে ডাকছে?

More Words
Fall dawn পড়ে যাওয়া
downfall পতন

Fit out সাজানো
Outfit সমস্ত আসবাবপত্র ও পোশাক পরিচ্ছদ

Go out নিভে যাওয়া
Outgo ব্যয়

Grow out জন্মানো
Outgrow বেশি বেড়ে যাওয়া

Hold up উপরে তোলা
Uphold রক্ষা করা

Hold with একমত হওয়া
Withhold স্থগিত করা

Holiday ছুটির দিন
Holy day পবিত্র দিন

Come out বাহিরে আসা
Outcome ফলাফল

Come over মনে আসা
Overcome অতিক্রম করা

Cry out ডাকা
Outcry চিৎকার

Do over পুনরায় করা
Overdo অধিক কিছু করা

Draw over দল পরিবর্তন করায় উৎসাহ দেয়া
Overdraw অধিক ঋণ নেয়া

Break out শুরু হওয়া
Outbreak প্রাদুর্ভাব

Burst Out কোন কিছু দেখা দেয়া
Outburst বিস্ফোরণ

Cast Down নিন্মাভিমুখী করা
Down cast হতাশ

Cast out তাড়িয়ে দেওয়া
Out cast পরিত্যাক্ত

Came in ভিতরে আসা
Income আয়

Keep up রক্ষা করা
Upkeep পরিচালনা

Lay-Out টাকা খাটানো/ ব্যয় করা
Outlay মূলধন

Let in ভিতরে আসতে দেয়া
Inlet ক্ষুদ্র ছিদ্র

Let out ভাড়া দেয়া
Out let যা দিয়ে কোন কিছু বাইরে আসে

Look out খোঁজ করা
Out look ভবিষ্যৎ সম্ভাবনা/ দৃষ্টিভঙ্গি

Reach over পৌঁছানো
Overreach ঠকানো

Rule over শাসন করা
Overrule বাতিল ঘোষণা কর

Run out ফুরিয়ে যাওয়া
Outrun ছাড়িয়ে যাওয়া

Run over চাপা পড়া
Overrun সবদিকে ছড়িয়ে পরা

Set in শুরু হওয়া
Inset যুক্ত করে লাগানো

Set on লাগিয়ে দেওয়া
Onset প্রবল আক্রমন

Set out যাত্রা করা
Outset শুরু

Set up স্থাপন করা
Upset বিমর্ষ করা

Shoot off গোলাগুলি চালনা করা
Offshoot শাখা

Shot up উপরের দিকে উঠা
Upshot ফলাফল
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url