Definition of Imperative Sentence with Examples and Structure
Read Carefully: একটি বিষয় মনে রাখা জরুরি Sentence গুলো ভালো করে না শিক্ষতে পারলে আপনি কখনোই Narration , Changing Sentence এগুলো করতে পারবেন না । গ্রামার একটা অপরটার সাথে জড়িত তাই যারা একটু কম বোঝেন তারা পূর্বে কোনো অধ্যায় না বুঝেই এগিয়ে যাচ্ছেন । আমাদের সাইট থেকে যারা শিক্ষতে আসেন তাদের উদ্দেশ্যে বলি পূর্বে কিছু গ্রামার শেখা বাদ থাকলে আগে সেটা ভালো করে বুঝে নিন । আমাদের সাইটে প্রায় সব অধ্যায় আছে খুঁজে না পেলে কি টপিক চান সেটা কমেন্ট করে জানাবেন , আমারা আপনাকে সাহায্য করবো ।
Imperative Words
“Order”
“Advice”
“Request”
“Propose”
"The sentence which is used to convey a command, a request, or a forbiddance is called an imperative sentence" Nature of Imperative Sentence:
Share a Wish or Request: This type of imperative sentence shares polite wishes and requests with someone, such as,
“Have a good day!”
“Please give me a glass of water.”
“Please grant me a loan.”
“Watch your step before taking it.”
“Please forgive my meticulousness but you have spelled it wrong.”
Offer an Invitation: This type of imperative sentence extends an invitation, such as,
“Please join me for dinner tonight.”
“Have a cup of cappuccino.”
Share a Command/Request: This type of imperative sentence gives a command or shares a request, such as,
“Stop beating the dog!”
“Don’t ever touch my phone.”
“Give me a pen and a pencil.”
“Don’t be excited about everything without reason.”
“Don’t rush or you will fall.”
“Kindly bring the book to me.”
“You wash your hand first and then eat.”
“Don’t ever call me a loser.”
“Don’t stay out at night.”
“Please open the door quickly.”
Give Instructions: This type of imperative sentence gives instructions, such as,
“Let him cool down, and then ask about the incident.”
“Play with intensity and courage.”
“Remember me when we are parted.”
“Never forget the person who loves you.”
“Take a step and don’t move.”
“Read a lot to improve your writing skill.”
“Write whenever you get a chance.”
Advice: নিরুৎসাহ হইও না –Don’t lose heart.
Advice: ফুটন্ত পানিতে হাত দিও না –Don’t touch the boiling water.
Order: ঠিক ঠিক উত্তর দাও– Answer to the point.
Advice: আপন চরকায় তৈল দাও –Oil your own machine.
Advice: আয় বুঝে ব্যয় কর –Cut your coat according to your cloth.
Order: কামালকে দিয়ে কাজটি করিয়ে নাও –Get the work done by Kamal.
Advice: নিজে বাঁচ অন্যকে বাঁচতে দাও –Live and let live.
Advice: চরিত্রহীন লোকের সাথে মিশিও না –Don’t mix with a characterless person.
Advice: সর্বদা সত্য কথা বলিও –Always speak the truth.
Request: দয়া করে আমাকে এক পেয়ালা পানি দিন –Kindly give me a cup of water.
Request: অনুগ্রহ করে বাবাকে খবরটা দিও - Please inform my father of this news.
Propose: তাকে ঘরের মধ্যে ঢুকতে দাও –Let him enter into the house.
Order: বাতিটি নিভাও –Put out the lamp.
Order: বাতিটি জ্বালাও –Lit the lamp.
Advice: যেমন বল তেমন কর –Do as you say.
Advice: ভাবিয়া করিও কাজ –Look before you leap.
Request: বইটি আদ্যোপন্ত পড় –Read the book from beginning to end.
Advice: অপরের দোষ ধরিও না –Don’t find fault with others.
Advice: ঘুমন্ত কুকুরকে আঘাত করো না- Don’t hit the sleeping dog.
Propose: সে যা করতে চায় করতে দাও –Let him do whatever he likes.
Propose: চলো আমরা নদীর ধারে বেড়াতে যাই –Let us go to walk by the river side.
#Assertive To Imperative
Rule 1: Assertive Sentence কে Imperative Sentence এ রুপান্তরের Structure হলো Verb এর present form + Verb এর পরের অংশ তবে শিষ্টতা/ভদ্রতা প্রকাশের জন্য Imperative Sentence এর শুরুতে/শেষে please/kindly ব্যাবহার করা হয়।Assertive: You should speak the trust.
Imperative: Speak the truth.
Assertive: You open the door.
Imperative: Please, open the door.
Rule 2: Assertive Sentence টি Negative হলে Imperative Sentence এর শুরুতে Do not/ Don’t বসে।
Assertive: You should not go out.
Imperative: Don’t go out.
Rule 3: Assertive Sentence এর Subject যদি First person অথবা Third person হয় তবে তাকে নিচের নিয়মে Imperative করতে হবে।
Let + Subject এর Objective form + Verb এর পরের অংশ
Assertive: He plays Football.
Imperative: Let him play Football
Assertive: Fahim does not tell a lie.
Imperative: Let not Fahim tell a lie.
1. Rule 1 : Assertive Sentence এ যদি 2 nd Person ( You) Subject হিসেবে থাকে , তবে Imperative করার সময় You + should তুলে দিয়ে তার পরের অংশ বসালেই হয়ে যাবে । উদাহরন --
Assertive : You should open the door.
Imperative : Open the door.
2. Rule 2 : Assertive Sentence এ যদি 2 nd Person ( You) Subject হিসেবে থাকে এবং should এর পরে not থাকে তবে, Imperative করার সময় You + should not তুলে দিয়ে তার পরিবর্তে Do not / Don't বসিয়ে বাকি অংশ বসাতে হয় । উদাহরন ঃ
Assertive : You should not open the window.
Imperative : Do not / Don't open the window.
3. Rule 3 : Assertive Sentence এর Subject যদি 2nd Person ( You ) না থাকে অর্থাৎ 1st Person ( I, We) , 3rd Person ( He, any name , they ) ইত্যাদি থাকে এবং বাক্যটি Affirmative ( not ছাড়া ) হয় , তবে Imperative করার সময় প্রথমে Let বসাতে হয়, এরপর should এর স্থলে Subject টির Object বসাতে হয় ।
Subject Object
He ---------------------------- him
She --------------------------- her
They ------------------------- them
I ----------------------------- me
We --------------------------- us
উদাহরন ঃ
Assertive : He should play football.
Imperative : Let him play football.
4. Rule 4 : Assertive Sentence এর Subject যদি 2nd Person ( You ) না থাকে অর্থাৎ 1st Person ( I, We) , 3rd Person ( He, any name , they ) ইত্যাদি থাকে এবং বাক্যটি Negative হয় , তবে Imperative করার সময় প্রথমে Let বসাতে হয়, তারপর Subject Pronoun ( he, she , they etc) থাকলে সেই Subject এর Object বসিয়ে , তারপর not দিতে হবে ।
উদাহরন ঃ
Assertive : He should / does not play football.
Imperative : Let him not play football.
তবে Subject টি যদি Noun ( কোন নাম ) থাকে তবে Imperative করার সময় প্রথমে Let বসাতে হয়, এরপর not বসিয়ে তারপর Subject টি Noun আকারেই বসাতে হবে।
উদাহরন ঃ
Assertive : Rahim should not play football.
Imperative : Let not Rahim play football.