Clear Concept about all types of Preposition
Clear Concept about How To Use Of Preposition
Preposition কাকে বলে ?
Ans: যে word একটি noun বা pronoun বা noun-equivalent এর পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word এর সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে Preposition বলে ।
Ans: যে word একটি noun বা pronoun বা noun-equivalent এর পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word এর সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে Preposition বলে ।
Kinds Of Preposition
Preposition প্রধানত – simple , compound , double , complex etc ভাগে বিভক্ত ।
Simple Preposition - in , at , up , to , by , for , from , of , through , over ইত্যাদি ।
compound ও double Preposition - without , into , upon , about , above , before , after , between , inside , beside , beyond ইত্যাদি ।
complex Preposition – according to , in according with , in fornt of , in case of , with a view to ইত্যাদি
List of Preposition
বিভক্তি | Preposition | Example |
---|---|---|
কর্তায় ১মা | Ramkamal is a boy. | |
কর্মে ২য়া ( কে,রে,প্রতি ) | To | The boy goes to school. , The book was given to ram. |
করণে ৩য়া ( দারা,দিয়া,কর্তৃক ) | By | The snake was killed by ram. |
নিমিত্তে ৪র্থী ( জন্য ) | For | I waited for him. |
অপাদানে ৫মী ( হইত,থেকে, চেয়ে ) | From, Than | The apple fell from the tree. |
সম্বন্ধে ৬ষঠী ( র,এর ) | Of | This is the book of ram. |
অধিকরনে ৭মী (এ, য়, তে) | In ,at | He lives in Calcutta . |
Appropriate Preposition
List
Abide by - মেনে চলা | Abide with – সঙ্গে থাকা | Abide in – বাস করা | |
Blind to – উপেক্ষা করে না দেখা | Blind in – অন্ধ | ||
Look after – দেখাশুনা করা | Look for – খোঁজা | Look into – অনুসন্ধান করা | Look over – পরীক্ষা করা |
Care for – গ্রাহ্য করা | Care of – যত্ন নেয়া | ||
Agree with – ব্যক্তির সাথে একমত | Agree to – ব্যক্তি ছারা অন্যকিছুর সাথে একমত | ||
Live on – খেয়ে বাঁচা | Live in – বাস করা | Live at – ছোট স্থানে বাস করা | Live beyond – কোনোভাবে বাঁচা |
Call on – কারও সাথে দেখা করা | Call in – ডেকে আনা | Call for – চাওয়া | |
Adimit of – সুযোগপ্রাপ্ত হওয়া | Adimit to – ভর্তি করা | Adimit into – প্রবেশ করতে দেওয়া | |
Consist of – গঠিত | Consist in – নিহিত থাকা | ||
Good for – ভালো | Good at – দক্ষ | ||
Attend to – মনোযোগ | Attend on – সেবা করা | ||
Play at - খেলা | Play on – বাজানো | ||
Die of – রোগে মরা | Die by – দুর্ঘটনাই মরা | Die for – আত্মত্যাগ করা | Die from – পরিণতিতে মরা |
Think of/about – –ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করা | Think over - বস্তুর ক্ষেত্রে চিন্তা করা | ||
Angry at – কোন বস্তুর প্রতি ক্রদ্ধ হওয়া | Angry with - ক্রদ্ধ হওয়া | ||
Waste of – অপচয় | Wait for – অপেক্ষা করা | ||
Essential to – আব্যশক | Talk to/ with – কথা বলা | Exchange for – বিনিময় করা | Famous for – বিখ্যাত |
Faith in - বিশ্বাস | Aware of – সচেতন | Gifted with – ভূষিত | According to – অনুসারে |
Listen to – শোনা | Divide into - ভাগ করা |
Take a Quiz on Preposition!
1. My best friend lives ______ Boretz Road.
2. I will wait ______ 6:30, but then I'm going home.
3. I am not interested _____ buying a new car now.
4. You frequently see this kind of violence ____ television.
5. I'll see you ____ home when I get there.
6. I was visiting my best friend _____ the hospital.
7. Grandpa stayed up ______ two in the morning.
8. My fingers were injured so my sister had to write the note _____ me.
9. The child responded to his mother's demands ______ throwing a tantrum.
10. Since he met his new girlfriend, Juan never seems to be ______ home.