Clear Concept about all types of Sentence
পূর্বের পাঠে Sentence এর সাধারণ আলোচনা করা হয়েছে তাই আজ Sentence এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত দেখানো হবে । তাই যারা Sentence এর সাধারণ আলোচনা মিস করেছেন তারা একটু দেখে নিতে পারেন ।
Sentence এর সাধারণ আলোচনায় কি কি ছিলো ?
অনেকটা এরকমই ছিলো কিন্তু একটু সহজভাবে দেওয়া হয়েছিলো । আসুন Sentence এর সাধারণ আলোচনায় কি কি টপিক ছিলো একটু দেখে নেয়া যাক ।
01. What is Sentence ?02. How many types of SENTENCE and what are they ?03. How many types of sentences according to the structure and what are they ?04. Basic use of Sentence.05. Applied section.
পূর্বের পাঠ দেখতে চান ? Click Here !
Define and Structure Of All Sentence
01.Assertive sentence :
যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় ।
Assertive sentence ২ প্রকার :
Affirmative sentence
Affirmative sentence | sub. | + | verb | + | extension |
---|---|---|---|---|---|
Example: | She | + | is | + | well today |
Negative sentence
Negative sentence | sub. | + | verb | + | not | + | extension |
---|---|---|---|---|---|---|---|
Example: | She | + | is | + | not | + | well today |
Changing Sentence করার ক্ষেত্রে Affairmative To Negative অথবা, Negative To Affairmative করতে বলা হয় । অনেকেই এটা নিয়ে বেশ জটিলতা করে ফেলে । সহজ বিষয় সহজভাবে বোঝার চেষ্টা করুন । বুঝতে সমস্যা হলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ।
02.Interrogative sentence :
যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় ।
Question word | + | auxiliary verb | + | sub | + | principal verb | + | Ext. | + | ? |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Where | + | did | + | he | + | live | + | - | + | ? |
Where | + | did | + | he | + | go | + | yesterday | + | ? |
03.Imperative sentence :
যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় ।
Imperative sentence : যে sentence দ্বারা আদেশ,উপদেশ,অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় । Structure | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
---|---|---|---|---|---|---|---|---|---|
i.সাধারণ বাক্য: | verb | + | extension | ||||||
Don’t | + | go | |||||||
ii.নিষেধ বোঝালে: | Don’t | + | sub | + | sub | + | ext. | ||
Don’t | + | open | + | the | + | door. | |||
iii.অনুরোধ বোঝালে: | please | + | verb | + | ext. | ||||
please | + | help | + | me. | |||||
iv.let এর জন্য: | let | + | 1st person/3rd person | + | এর obj. | + | verb | + | ext. |
let | + | me/him | + | go | + | out. |
04.Optative sentence:
যে sentence এ মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় ।
Structure: | May | + | subject | + | verb | + | extention |
---|---|---|---|---|---|---|---|
Example: | May | + | you | + | prosper | + | day by day. |
05.Exclamatory sentence:
যে sentence এ মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায়।
Structure: | what a/an বা how | + | adjective | + | sub. | + | verb | + | ! | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Example: | What a | + | fine | + | bird | + | it is | + | ! | ||
Alas/Hurrah এর জন্য: | Alas/Hurrah | + | ! | + | sub. | + | verb | + | extension. | + | ! |
Example: | Alas | + | ! | + | I | + | am | + | undone | + | ! |
If/had এর জন্য: | If/had | + | subject | + | verb | + | extension | + | ! | ||
Example: | If | + | I | + | were | + | a king | + | ! |
Homework:
01.অর্থভেদে sentence কত প্রকার ? কি কি ?02.গঠন অনুসারে sentence কত প্রকার ? কি কি ?03.Assertive কাকে বলে ? কত প্রকার ? কি কি ?
04.Imperative ও Optative sentence এর মধ্যে পার্থক্য কি ?05.Exclamatory sentence এর Structure গুলো লিখ।06.simple,complex,compound sentence এর সংঙ্গা লিখ । ও একটি করে উদাহরণ দাও।07.subject কি ?08.object কি ?
Case Study
01.She is not well today .02.What a fine bird it is!
03.Don’t open the door .
03.Don’t open the door .
04. please help me .
05. let me/him go out.
05. let me/him go out.
06. If I were a king !
07. May you prosper day by day.
Requirment: (a) sentence (b) subject (c) verb (d) article (e) object নির্ণয় কর
07. May you prosper day by day.
Requirment: (a) sentence (b) subject (c) verb (d) article (e) object নির্ণয় কর
Extra Lesson
আসুন আরো একবার দেখে নিন Subject , Verb ও Object
Suibject বা কর্তা (যে কাজ করে) | + | Verb বা ক্রিয়া ( করা , হওয়া, বা থাকা ) | + | Object কর্ম বা কর্মস্থানীয় শব্দ (ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ) | + | Preposition etc. |
---|---|---|---|---|---|---|
I We We Amal Lila He She Lipika | - | Am Learn Eat Reads Writes Plays Shuts Dances | - | A student English Rice A book A letter Football The door at party | - | At home, At daytime, In the morning, At 7a.m., In the morning, At night, In the evening |
Applied Section
01. May you prosper day by day.
02.How beautiful you are !
03. If I were a king !
02.How beautiful you are !
03. If I were a king !
04. She is well today.
05. Alas!I am undone !
05. Alas!I am undone !
06.Where did he go
07. How beautiful you are !
07. How beautiful you are !
08. She is not well today .
09. What a fine bird it is !
10. Don’t open the door .
10. Don’t open the door .
11. 06. please help me .
12. let me/him go out.
12. let me/him go out.
13. If I were a king !
14. May you prosper day by day.
14. May you prosper day by day.
Requirment: (a) Preposition (b) Subject (c) Verb (d) Article (e) Object নির্ণয় করুন ।
Switch it to English Language
একটি Complex Sentence এ কি থাকে-
1. একটি Main Clause
2. এক বা একাধিক Subordinate Clause
Main Clause কি?
যে Clause একটি পূর্ণ অর্থসহ একটি সম্পূর্ণ বাক্য তৈরী করতে পারে। এটির একটি subject এবং একটি verb অবশ্যই থাকে এবং এটি একা একটি বাক্য তৈরী করতে পারে।
Subordinate Clause কি?
যে Clause একা কোন সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না বা বাক্য তৈরী করতে পারে না।
Subordinate Clause সাধারণত Subordinating Conjunction/ Relative Pronoun;- if, though, although, as, since, that, so that, who, when, whenever, while, where, than ইত্যাদি দিয়ে শুরু হয় যা Subordinate Clause টিকে একটি Main Clause-এর সাথে যুক্ত করে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে।
একটি Complex Sentence কে বিশ্লেষণের জন্য আমাদের প্রথম যেটি করা উচিত তা হ'ল মূল বাক্য থেকে Main Clause টিকে খুঁজে বের করা।
নিম্নলিখিত বাক্যটি লক্ষ্য করি-
Whenever he was asked that question, the old man who lived in that house answered that the earth was flat.
উল্লেখিত বাক্যটিতে মোট চারটি Clause আছে। বাক্যটিতে কয়টি Clause আছে তা জানতে হলে, বাক্যটিতে মোট কয়টি Fini…
Thanks for sharing