Concept and Function Of Pronoun very simple discussion

Clear Concept of Pronoun

নামের পরিবর্তে যে শব্দগুচ্ছ ব্যবহার করা হয় সেই শব্দগুলোকেই Pronoun বলা হয়ে থাকে । ধরে নেওয়া যাক আপনার নাম অঙ্কিত শর্মা । আপনাকে আপনার বন্ধু বললো -
অঙ্কিত শর্মা একটা কথা আছে শুনে যাও ।  অঙ্কিত শর্মা তোমাকে একটা গনিত বই দিয়েছিলাম , অঙ্কিত শর্মা তোমার অংক করা হয়ে গেলে গনিত বইটা আমাকে দিয়ে দাও । 
আপনি কি বলতে পারবেন বাক্যটিতে কি ভুল আছে ? 
হ্যাঁ, ঠিক ধরেছেন বাক্যটিতে Pronoun এর ব্যবহার করা হয়নি । তাই এমন শুনতে লাগছে । 
শুদ্ধ বাক্যটি দেখুনঃ
অঙ্কিত শর্মা একটা কথা আছে শুনে যাও । তোমাকে একটা গনিত বই দিয়েছিলাম, তোমার অংক করা হয়ে গেলে বইটা আমাকে দিয়ে দাও ।
আমারা কথা বলার সময় বেশ কিছু নামের শব্দগুচ্ছ ব্যবহার করে থাকি । কিন্তু একই নাম বারং বার উচ্চারন বা বলতে যেমন সমস্যা হয়ে তেমনি এমন বলা কথা শুনতেও ভালো শ্রুতিমধুর লাগে না । এজন্য নামের পরিবর্তে Pronoun এর ব্যবহার করা হয় । 
 

Clear Concept of Subject and Object

টেবিলটি একটু মনোযোগ সহকারে দেখুন আজকের পরে Pronoun আপনার কাছে খুব সহজ হয়ে যাবে । অন্যকারো কাছে শেখার প্রয়োজন হবে না ।  তবে এ জন্য আমাদের সাইটে যেটার পড়েন না কেনো একটু মনোযোগ দিয়ে পড়বেন । বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন । আমরা আরো সহজ উপায় নিয়ে আসবো আপনাদের বোঝানোর জন্য ।

PersonSubjectObjectPOSSESSIVEREFLEXIVE PRONOUN
1st Person Singular I MeMy, mineMyself

PluralWe -- Our, oursOurselves
2nd Person Singular You YouYour, yoursYourselves

Plural You YouYour, yoursYour, yours
3rd Person Singular He, She Him, herHis, her, hersHimself, herself

PluralThey Them Their, theirsThemselves
Voice , narration এর জন্য টেবিলটি গুরুত্বপূর্ণ

Kinds Of Pronoun


kinds How to recognize them Example
1.Personal Pronoun person বা ব্যক্তির পরিবর্তে বসে । I, we, you, he, she, They
2.Possessive Pronoun Possession বা অধিকার বোঝানো হয় । Mine, ours, yours, his, hers, theirs
3.Reflexive Pronoun কর্ত ও কর্ম একই ব্যক্তিকে বোঝায় । Myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves
4.Demonstrative Pronoun Noun কে বিশেষভাবে নির্দশ করে । This, that, these, those, it
5.Indefinite Pronoun কোন অনির্দষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় । Any, one, anyone, some, someone, no one, anybody, somebody, nobody, many, everyone, all
6.Relative Pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সম্বন্ধ বুঝিয়ে দেয় । এগুলি বাক্যের মাঝে বসে । Who, whose, whom, which, that
7.Introgative Pronoun প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় । এগুলি বাক্যের প্রথমে বসে । Who, whose, whom, which, what
8.Distributive Pronoun এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক ভাবে বোঝয়। Each, either, neither
9.Reciprocal Pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয় । Each, other, one another
Changing sentence, Completeing sentence , conjunction এর জন্য টেবিলটি গুরুত্বপূর্ণ

Singular and Plural Form of Reflexive, Demonstrative and Indefinite Pronoun

PronounSingularPlural
Reflexive Pronoun Myself Ourselves

Yourself Yourselves

Himself , herself Themselves



Demonstrative Pronoun This These

That Those



Indefinite Pronoun Any Many, some
Narration, Voice change, Transformation এর জন্য টেবিলটি গুরুত্বপূর্ণ 
 
দয়া করে  নিচে দেওয়া কাজগুলো এড়িয়ে যাবেন না । এটা থেকে একমাত্র বোঝা যাবে আপনি কতটুকু বুঝলেন । তাই সবগুলোর উত্তর করার চেষ্টা করবেন ।

Applied Section: 

1. I cut myself.                                      
2. They loved one another. 
3. Each of  the boys is healthy
4.Neither of the girls was late.
5. These boys received each a prize
6.It is a pen.
7. I know who is he
8. I say what I mean.
9. who are you ? 
10.  This is his ball.
11. which is your friend ?
12. Those are our pen.
 
Requirment: 
ওপরের বাক্যগুলো থেকে -
(1)  Pronoun নির্ণয় করুন । 
(2) Preposition   নির্ণয় করুন ।
(3) Article    নির্ণয় করুন ।
(4) Verb  নির্ণয় করুন ।
(5) Subject    নির্ণয় করুন ।
(6) Object  নির্ণয় করুন ।
উত্তর কমেন্টে দিয়ে দিবেন । আপনার উত্তটি ভুল হলে অবশ্যই কমেন্টের রিপ্লেতে সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে । মনে রাখবেন আপনি কতুটুকু পড়ছেন সেটা কোনো কাজেই দিবে না যদিনা আপনি নিজে সেটা করার চেষ্টা করেন ।
 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url