Prothom Alo English Translation - Bangla To English│Sompadokeyo - Prevention of Teenager gang

 শিরোনামঃ কিশোর গ্যাং দমনে যা করা যেতে পারে

Title: Prevention of Teenager gang

কিশোর গ্যাং দমনে যা করা যেতে পারে
• কিশোর – juvenile
• গ্যাং- gangs
• কিশোর গ্যাং - juvenile gangs / teenage gangs
• দমন করা –suppress /pull down / curb /bring down
• দমনে-to suppress
• যা –what
• করা যেতে পারে-can be done
• যা করা যেতে পারে- what can be done
• দমনে যা করা যেতে পারে- what can be done to suppress
• গ্যাং দমনে যা করা যেতে পারে- what can be done to suppress gangs
• কিশোর গ্যাং দমনে যা করা যেতে পারে - what can be done to suppress juvenile gangs
#প্রচলিত আইনে ১৮ বছরের নিচে অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হওয়ায় বড় কোনো শাস্তির পরিবর্তে তাদের পাঠানো হচ্ছে গাজীপুরে অবস্থিত কিশোর শোধনাগারে।
• প্রচলিত- existing/ conventional /current
• আইন-act /law
• প্রচলিত আইন- conventional law
• প্রচলিত আইনে-according to the conventional law /by conventional law
• ১৮ বছর-18 years
• নিচে –under
• ১৮ বছরের নিচে- under18 years
• প্রচলিত আইনে ১৮ বছরের নিচে- according to the conventional law under18 years
• অপ্রাপ্তবয়স্ক - minors
• হিসেবে-as
• অপ্রাপ্তবয়স্ক হিসেবে-as minors
• বিবেচিত হওয়া-consider
• বিবেচিত হওয়ায় –as considered
• অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হওয়ায়- considered as minors
• বড়-big/major
• শাস্তি-punishment
• শাস্তির-of punishment
• কোনো শাস্তির- of any punishment
• বড় কোনো শাস্তির - of any big punishment
• পরিবর্তে-instead of
• শাস্তির পরিবর্তে - instead of punishment
• বড় কোনো শাস্তির পরিবর্তে- instead of any big punishment
• তাদের –they
• পাঠানো-send
• পাঠানো হচ্ছে-are being sent
• তাদের পাঠানো হচ্ছে- they are being sent
• গাজীপুর- Gazipur
• গাজীপুরে-to Gazipur / in Gazipur
• অবস্থিত-situated
• কিশোর – juvenile
• শোধনাগার- detention center
• কিশোর শোধনাগারে- to juvenile detention center
• গাজীপুরে অবস্থিত কিশোর শোধনাগারে- to juvenile detention center in Gazipur/ to juvenile detention center, Gazipur
• তাদের পাঠানো হচ্ছে গাজীপুরে অবস্থিত কিশোর শোধনাগারে- they are being sent- to juvenile detention center in Gazipur
• বড় কোনো শাস্তির পরিবর্তে তাদের পাঠানো হচ্ছে গাজীপুরে অবস্থিত কিশোর শোধনাগারে- they are being sent- to juvenile detention center in Gazipur instead of any big punishment
• অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হওয়ায় বড় কোনো শাস্তির পরিবর্তে তাদের পাঠানো হচ্ছে গাজীপুরে অবস্থিত কিশোর শোধনাগারে- they are being sent- to juvenile detention center in Gazipur instead of any big punishment as considered as minors  
• প্রচলিত আইনে ১৮ বছরের নিচে অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হওয়ায় বড় কোনো শাস্তির পরিবর্তে তাদের পাঠানো হচ্ছে গাজীপুরে অবস্থিত কিশোর শোধনাগারে- they are being sent- to juvenile detention center in Gazipur instead of any big punishment as considered as minors under18 years according to the conventional law
#সামাজিক যোগাযোগের দোহাইয়ে যারা অসামাজিক কার্যক্রমে জড়িত, তাদের ওপর কঠোর নজরদারি এখন সময়ের দাবি।
• সামাজিক যোগাযোগের দোহাইয়ে - for the sake of social media
• যারা অসামাজিক কার্যক্রমে জড়িত-who are engaged in anti-social activities
• তাদের ওপর কঠোর নজরদারি- Strict surveillance on them
• এখন সময়ের দাবি- the demand of the hour
• তাদের ওপর কঠোর নজরদারি এখন সময়ের দাবি- Strict surveillance on them is the demand of the hour
• যারা অসামাজিক কার্যক্রমে জড়িত, তাদের ওপর কঠোর নজরদারি এখন সময়ের দাবি- Strict surveillance on them who are engaged in anti-social activities is the demand of the hour
• সামাজিক যোগাযোগের দোহাইয়ে যারা অসামাজিক কার্যক্রমে জড়িত, তাদের ওপর কঠোর নজরদারি এখন সময়ের দাবি- Strict surveillance on them who are engaged in anti-social activities for the sake of social media is the demand of the hour
Strict surveillance of those involved in anti-social activities for the sake of social media is the demand of the hour.
#বিশেষ করে ফেসবুকের অপব্যবহার করে এসব চক্র যেসব অপরাধ ঘটিয়ে চলেছে তা ঠেকাতে হলে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দরকার।
• দরকার- need
• হস্তক্ষেপ দরকার- interference is needed
• প্রশাসনিক হস্তক্ষেপ দরকার- administrative interference is needed
• কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দরকার-stern administrative interference is needed
• ঠেকাতে হলে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দরকার- stern administrative interference is needed to hold back
• তা ঠেকাতে হলে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দরকার- stern administrative interference is needed to hold back that
• যেসব অপরাধ ঘটিয়ে চলেছে তা ঠেকাতে হলে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দরকার- stern administrative interference is needed to hold back the crimes done
• এসব চক্র যেসব অপরাধ ঘটিয়ে চলেছে তা ঠেকাতে হলে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দরকার- stern administrative interference is needed to hold back the crimes committed by these groups
• অপব্যবহার করে এসব চক্র যেসব অপরাধ ঘটিয়ে চলেছে তা ঠেকাতে হলে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দরকার- stern administrative interference is needed to hold back the crimes committed by these groups by abusing
• ফেসবুকের অপব্যবহার করে এসব চক্র যেসব অপরাধ ঘটিয়ে চলেছে তা ঠেকাতে হলে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দরকার- stern administrative interference is needed to hold back the crimes committed by these groups by abusing facebook
• বিশেষ করে ফেসবুকের অপব্যবহার করে এসব চক্র যেসব অপরাধ ঘটিয়ে চলেছে তা ঠেকাতে হলে কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দরকার- stern administrative interference is needed to hold back the crimes committed by these groups, particularly by abusing facebook
#Your Turn (Break-Translate-Rearrange)
ইতিমধ্যে বড় বড় অঘটন বখাটে কিশোরেরা ঘটিয়ে ফেলেছে। আর ছোটভাবে দেখার সুযোগ নেই।

Next Post Previous Post
2 Comments
  • Sharmi
    Sharmi June 12, 2021 at 4:55 PM

    Thank you very much. Most helpful for the students...

  • Pampa Mukherjee
    Pampa Mukherjee June 12, 2021 at 4:58 PM

    Give more lessons about spoken english...

Add Comment
comment url