How To Identifying Clause in Government job exam or Bank job exam ?

Identifying Clause in Government job exam or Bank job exam

বিসিএস এবং ব্যাংক এর জন্য কাজে দিবে

যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় বা ব্যাংকের চাকরির পরীক্ষায় Clause থেকে ২/৩টি প্রশ্ন করা হয়ে থাকে । কোন কোন ক্ষেত্রে এর বেশিও পেতে পারেন । অধিকাংশ ছাত্রছাত্রী এটি নির্ণয় করতে গিয়ে পরীক্ষার হলে অধিক সময় নষ্ট করে ফেলে যার কারণে  তারা তাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে এবং এই ২/১ টি প্রশ্ন করতে গিয়ে আরো বেশ কিছু জানা প্রশ্ন ছেড়ে আসতে হয় । 

তাই সকলের জন্য একটি উপদেশ থাকবে আপনারা যে প্রশ্নগুলো পারবেন সেগুলোর উত্তর সবার প্রথমে করার চেষ্টা করবেন যেটি পারবেন না সেটি নিয়ে ভেবে সময় নষ্ট না করাই ভালো ।  যে প্রশ্নগুলো আপনার কাছে কনফিউশন বলে মনে হয় সেগুলোর উত্তর  সবচেয়ে শেষে করবেন ।  কারণ পরীক্ষার হলে শতাধিক মূল্যবান এখানে ভেবে সময় নষ্ট করার কোনো যুক্তি নেই । হতে পারে আপনি যে দু'একটি পারছেন না অন্যগুলোর উত্তর করে সেই দুটি অভাব পূরণ করে নিতে পারবেন । তাই যারা বুদ্ধিমান তারা কখনোই নাপারা প্রশ্নগুলো নিয়ে বসে থাকে না ।

How To Identifying Clause very easily ?

খুব সহজে Clause নির্নয় করবেন কিভাবে ?

Zakir's BCS specials > ঊর্মি চৌধুরী

Clause আছে মোট ৩ টা

  • 1) Noun Clause
  • 2) Adjective Clause 
  • 3) Adverbial Clause

পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে । অর্থাৎ ক, খ, গ, ঘ । তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি Clause বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন । এই একটি অপশন বাদ দেওয়ার কারণে  আপনার কাজ ৫০% হয়ে গেছে ।

কোন Clause কোন উপায়ে শর্টকাট বের করবেন ।
(1) Noun Clause: এই Clause-এ Underline এর বরাবর It বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun Clause

আপনাকে Verb এর আগে, পরে, পিছনে, Preposition এর পরে কিংবা Appositive হিসেবে এই ৬টি জায়গায় Noun Clause বসে এই লজিক শিখতে হবে না আর । শুধু It বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause। যেমন-

  • (১) (That he is a criminal) is known to all.
  • (২) We don't know (what he is talking about.)

এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clause

  • যেমন- 
  • (1) It is known to all. 
  • (2) We don't know it.

(2) Adjective Clause: Underlined অংশটি হাতের আঙ্গুল  দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective Clause

যেমন--

  • (১) The boy (who doesn't know to manner) is my brother.

এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয় = The boy is my brother

বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন !

(3) Adverbial Clause: এটি চেনা অত্যন্ত সোজা । কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও Noun Clause, Adjective Clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০% Clause টি Adverbial Clause


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url