What are the things you need to learn to be very good at English grammar ?

ইংরেজি গ্রামারে খুব বেশি দক্ষ হতে হলে কি কি বিষয়গুলো ভালো করে শিখতে হবে ?

ইংরেজি গ্রামারে দক্ষ হওয়ার জন্য গ্রামার শুরু থেকে ভালো করে শিখতে হবে ।   অনেকেই আছেন যারা শুরুর বিষয়গুলো ছেড়ে দিয়ে সরাসরি গ্রামারে প্রয়োগ সংক্রান্ত বিষয়গুলো শিখতে চাই ।   ধরে নেয়া যাক কোন একজন ব্যক্তির যে কখনো ইংরেজি বর্ণমালা  পড়েনি সে কি করে ইংরেজিতে নিজের নাম লিখবে বা কোন শব্দ লিখবে ।  ইংরেজি কোন শব্দ লিখতে হলে অবশ্যই আপনাকে প্রথমে ইংরেজি বর্ণমালা গুলো জানতে হবে ।  ঠিক একইভাবে ইংরেজি গ্রামারের প্রয়োগিক বিষয়গুলো করার জন্য আপনার গ্রামার অংশগুলো খুব ভালো করে শিখতে হবে,  সেগুলো না পারলে আপনি কি করে উচ্চতর গ্রামার গ্রামার এর প্রয়োগ করবেন । তাই যারা বেসিক গ্রামার জানেন না তারা কখনোই গ্রামারে দক্ষ হতে পারবেন না এটা কখনো সম্ভব না,  দক্ষ হতে হলে আপনাকে প্রথমে গ্রামারের বেসিক যেগুলো আছে সেগুলো ভালো করে শিখে নিতে হবে ।   বেসিক গ্রামার বলতে কি বোঝায় ? বেসিক বলতে ইংরেজি গ্রামার এর প্রাথমিক  বিষয়বস্তুগুলো বোঝায় যেমন হতে পারে -
☑ Sentence  কাকে বলে ?  Sentence কত প্রকার ও কি কি ?  একটি পূর্ণাঙ্গ Sentence এর গঠন ।
☑ Parts of speech কাকে বলে ?  Parts of speech কত প্রকার ও কি কি ?
☑ Noun কাকে বলে ? Noun কত প্রকার ও কি কি ?
☑ Adjective কাকে বলে ? Adjective  এর ব্যবহার ।
☑ Subject ও Object কি ? Subject ও Object এর ব্যবহার ।
☑ Verb কি ? Verb কত প্রকার ও কি কি ? Verb এর ব্যবহার ।
☑ Tense কাকে বলে ? Tense কত প্রকার ও কি কি ?  Tense এর ব্যবহার 

এছাড়াও আরো কিছু প্রাথমিক বিষয়বস্তু আছে যেমনঃ Preposition,  conjunction,  articles, adverb,  strong verb,  weak verb,  models, gender,  subject, object,  এগুলো ভালো করে শিখলেই হবে । এগুলোই গ্রামারের একদম প্রাথমিক বিষয়বস্তু  এগুলো খুব ভালো করে না শিখলে আপনি গ্রামার এর এডভান্স কাজগুলো কখনোই করতে পারবেন না ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url