Responsive Ad Slot

ARITHMETICAL REASONING (CALCULATION-BASED PROBLEMS)

No comments

Monday, December 31, 2018



 

MCQ TYPE - 01. Reena is twice as old as Sunita. Three years ago, she was three times as old
as Sunita. How old is Reena now ?    (I. Tax & Central Excise, 1995)
(a) 6 years   
(6) 7 years   
(c) 8 years   
(d) 12 years

Sol. Let Sunita s present age be x years.
Then, Reena's present age * 2x years.
Three years ago, Sunita's age = (* - 3) and Reena's age = (2x - 3).
So, (2x - 3) - 3(x - 3)    or    2x - 3 - 3x - 9    or    x - 6.
Reena s present age = 2x = 12 years.
Hence, the answer is (d).

MCQ TYPE - 02. The age of a father is twice that of the elder son. Ten years hence the age
of the father will be three times that of the younger son. If the difference of
ages of the two sons is 15 years, the age of the father is -
(a) 50 years   
(6) 55 years   
(c) 60 years   
(d) 70 years


Sol. Let the age of the elder son be x.
Then, age of younger son = (* - 15); and
age of the father = 2x.
So, 2r + 10 = 3(* - 15 + 10) or 2x+ I0 = 3x - 15 or x = 25.
Father's age * 2 x ~ 5 0 years.
Hence, the answer is (a).

MCQ TYPE - 03.  If  Mary can build 22 tables in 14 days, and Cynthia can build 22 tables in 16 days, how long will it take them to build 22 tables together?
a.    9.5 days  
c.    15 days
b.    7.5 days  
d.    8 days
Ans:b

MCQ TYPE - 04. You just paid a tax of tk 88 on a product at tk 28,000. Your friend, assessed at the
same rate, paid a tax of tk 110. What was the assessed value of your friend’s product ?
a.tk 22,400   
c.tk 35,000
b.tk 32,400   
d.tk 31,000
Ans: c

 MCQ TYPE - 05. What is the interest on BDT600 at 8% for 30 days?
a.BDT 4  
c.BDT 7.50
b.BDT 11.52
d.BDT 4.80
Ans: a

 MCQ TYPE - 06. In a chess tournament each of six players will play every other player exactly
once. How many matches will be played during the tournament ?               (C.B.L 1995)
(a) 12   
(6) 15   
(c) 30   
(d) 36

Sol.    Clearly, we will consider the following matches :
(i)    matches of first player w i t h other 5 players;
(ii)    matches of second player with 4 players other t h a n the first player;
(iii)    matches of t h i r d player with 3 players other than the first and second players;
(iv)    matches of fourth player with 2 players other than the first three players; and
(v)    match of fifth player with the sixth one.
So, number of matches played during the tournament = 5 + 4 + 3 + 2 + 1 = 15

MCQ TYPE - 07. A worker may claim Rs 15 for each km which he travels by taxi and Rs 5
for each km which he drives his own car. If in one week he claimed Rs 500
for travelling 80 km how many kms did he travel by taxi ?
(a) 10   
(b) 20   
(c) 30   
(d) 40

Sol.    Let the distance covered by taxi be x km.
Then, distance covered by car = (80 - x) km.
15x + 5(80 - x) = 500
or, 15x + 400 - 5x = 500
or, l Q x - 1 0 0 or x= 10
Distance covered by taxi = 10 km
the answer is (a)

updating please wait ......

LOGICAL SEQUENCE OF WORDS

No comments

Saturday, December 29, 2018



LOGICAL SEQUENCE
In t h i s type of questions, a group of words is given. The candidate is required to arrange these words in a meaningful order such as t h e sequence of occurrence of events, sequence from a part to the whole, sequence of increasing/decreasing size, value, intensity etc., and then choose the correct sequence accordingly.

1. Which number sequence of the following represents a correct sequence from
small to big ?
1. Bungalow 2. Flat 3. Cottage 4. House 5. Palace 6. Mansion

(a) 3,2,1,4,6,5
(b) 3,2,4,1,5,6
Ans:(c) 3,2,4,1,6,5
(d) 5,6,4,1,2,3

2. Some words are - Protect, Pressure, Relief, Rain, Flood     (I. Tai & Central Excise, 1994)
(a) 2,4,3,1,5
Ans:(b) 2.4,5,1,3
(c) 2,5,4,1,3
(d) 3,2,4,5,1

3. Which number sequence of the following represents is correct -
1. AndhraPradesh  2. Universe  3. Tirupathi  4. World  5. India  (Asstt. Grade, 1996)
(a) 1,5,3,2,4
(b) 2,1,3,5,4
Ans:(c) 3.1,5,4,2
(d) 5,4,2,1.3

4. Arrange the following in a meaningful order :    (C.B.1.1997)
Doctor, Fever, Medicine, Medical shop
(а) Medicine, Doctor, Medical shop, Fever
(b) Doctor. Medical shop, Medicine, Fever
Ans:(c) Fever, Doctor, Medical shop. Medicine
(d) Medical shop. Medicine, Fever, Doctor

5. Which would be the proper order of the following (in ascending order) ?
1. Trillion
2. Thousand
3. Billion
4. Hundred
5. Million    (8.8.C. 1993)

(a) 1,2,4,3,5
(b) 1,5,3,2,4
(c) 4,2,3,5,1
Ans:(d) 4,2,5,3,1

6. Which of the following number sequences represents a correct sequence from a part to the whole ?
(C.BJ. 1993)
1. Caste
2. Family
3. Newly married couple
4. Clan
5. Species

(a) 2,3.1.4,5
Ans:(b) 3,2,1,4,5
(c) 3,4,5,1,2
(d) 4,5,3,2,1

7. Arrange the following items from general to particular :
1. Animal
2. Feline
3. Leopard
4. Mammal
5. Vertebrate
6. Cat

Ans:(a) 1.5.4,2,3.6
(b) 1,4,3,2,5,6
(c) 1.3,5,4,2.6
(d) 1,2,3,4,5,6

 updating please wait ......

Free Download Inception Plus Full PDF Book ( Part - 3 )

No comments

Tuesday, November 27, 2018



Inception Plus Full PDF Book Free Download. We are divided into 4 parts. Part-1: (60.05MB), Part-2: (90.07MB), Part-3: (83.00MB), Part-4: (00.05MB).
Part - 03
আপনি কি পার্টঃ ০১ ও পার্টঃ ০২ পেয়েছেন ? না পেলে নিচের লিঙ্কে দেখুন পাবেন 
Part - 01 ও Part - 02 (Download Now!) 
Part - 04
Download Link!

কিছু কথাঃ ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবেন না । আপনার কমেন্টের উত্তর পেয়ে যাবেন । তবে আপনি যদি কম্পিউটার ভিজিটর হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে যারা মোবাইল দিয়ে ভিজিট করেন সেক্ষেত্রে আপনার পেজ সাপোর্ট হতে একটু সমস্যা হতে পারে । Do not forget to leave a comment if you have any problem to download. Your comments will be answered. However, if you are a computer visitor, there will be no problem, but those who visit the mobile can be a problem to support your pages.



 
বইটির সূচিপত্র দেখে নিন । বিসিএস বা সরকারি চাকরির জন্য বইটি বেশ ভালো ।  আর আপনি সহজেই বোর্ড বই গুলো হাতের নাগালে পেয়ে যাবেন এই বইয়ের মাধ্যমে ।   আমাদের পাবলিস করা অন্য একটি সাইট দেখতে পারেন ।

যেকোনো চাকরির পরিক্ষার অংক পেয়ে যাবেন এখানে , এছারাও অংকের শর্টকাট অনেক নিয়ম পাবেন । যদি আপনার প্রয়োজন বলে মনে হয় তাহলে একবার ঘুরে দেখে আসুন । কমেন্টে আমাদের জানান কি কি পরিবর্তন হলে আপনাদের জন্য ভালো হবে ।


Any Query: Mail us - reply.bdcareer@gmail.com


Parts of speech

No comments

Wednesday, November 7, 2018

Parts of speech
01.parts of speech কাকে বলে?
 উ: কোন sentence এ ব্যবহৃত প্রতিটি word ভিন্ন ভিন্ন কাজ সপন্ন করে এ কাজ অনুযায়ী sentence-এ ব্যবহৃত word গুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে parts of speech বলে।

02. parts of speech কত প্রকার ও কি কি ?
 উ: parts of speech ৮ প্রকার।
      যথা: 1.Noun
              2.Pronoun
              3.Adjective
              4.Verb
              5.Adverb
              6.Preposition
              7.Conjunction
              8.Interjection

Identification of parts of speech
Rule:1
কোন word এর শেষে ness, tion, ty, sure, sion, sion, er, or, ment, th, ance, ence, ism, age, ure, ief, hood, dom, ship, cy, sy, ar, ock, kin, let থাকলে সাধারণত Noun হয়...

Rule:2
Article, adjective, preposition, possessive এর পর একটি মাত্র word থাকলে সেটা Noun হয়...
I walked for a while... এখানে while noun কারণ article এর পর একটি মাত্র word , while....

Rule:3
বাক্যে No, many, much বা ব্যক্তিবাচক object থাকলে এর পরের word টি noun হয়।
It is no joke .. এখানে joke হলো noun

Rule:4
কিছু Verb আছে যেগুলো মূল verb এরপর object হিসেবে বসে nounএর কাজ করে
He wants help . এখানে help - noun

Rule:5
Article এবং preposition এর মধ্যকার wordটি Noun হয়।
This is the go of the world. এখানে go হলো Noun...

Rule:6
Parts of speech এর ৮টি ভাগের প্রতিটি noun হয়।
Noun, Adjective, Pronoun এই শব্দগুলো noun

Rule:7
কোনো Word এর শেষে ate , en, te, ise, ize, ify etc থাকলে সাধারণত verb হয়।

Rule:8
শব্দের পূর্বে Em, en, de, ইত্যাদি prefix যোগে verb গঠন করা যায়।
Able-- enable

Rule:9
কোনো Word এর শেষে full, ous, tive, able, ar, tory, enful, ible, ic, ed, less, ar, ary, ant, ent, al, some, y, ish, ian, ate ইত্যাদি থাকলে Adjective হয়।

Rule:10
সাধারণত Verb এর পর adverb বসে
He came late... late adverb

Rule:11
সাধারণত শব্দের শেষে ly থাকলে adverb হয়। কিন্তু কিছু কিছু noun (love, home, friend, brother, father, mother, sister etc) এর ক্ষেত্রে ly যুক্ত হলে সেগুলো adverb না হয়ে adjective হয়ে যায়।
Motherly affection raise in her.এখানে Motherly হলো adjective

Rule:12
কোনো কোনো Word ব্যবহারভেদে ভিন্ন ভিন্ন parts of specch হিসেবে গণ্য হয়।
Oil your own machine.. oil- verb
You should honors your betters.. betters- noun
massacre- Noun & Verb

Rule:13
The+(verb+ing)+of এই গঠনকে Verbal Noun বলে।
The writing of a good letter is very different...

Rule:14
পাশাপাশি দুটি Noun এক সাথে বসলে প্রথমটি Adjective এবং দ্বিতীয়টি Noun হিসেবে কাজ করে।
This is a book of the English Language. English হলো adjective Language Noun

Rule:15
বাক্যের উপর অতিরিক্ত জোর প্রদান করতে যে Adverb বাক্যের শেষে বসার কথা সেটি প্রথমেই বসতে পারে এবং বাক্যের verb টি Subject এর পূর্বেই চলে আসতে পারে।
Down went the Titanic

Rule:16
সাধারণভাবে verb এর পর complement হিসেবে adverb use করতে হয়। কিন্তু linking verb (be, become, sound, look, smell, feel, taste, stay, seem, appear, remain, go, went) এর পর adjective use করতে হয়।
The music sounds sweet. এখানে sweet adjective
He came late . এখানে late adverb

Rule:17
আবার Linking verbএর পর যদি adjective এবং adverb দুটিই ব্যবহৃত হয়, তাহলে প্রথমে adverb এবং পরে adjective ব্যবহৃত হবে।
Although he felt very angry, he smiled....

Rule:18
বাক্যে Very too এরপর word টি adjective হয়।

Rule:19
বাক্যে সংখ্যাবাচক শব্দগুলো এবং Possesive pronoun, Adjective হয় যদি এদের পরে Noun থাকে।
You can buy a ball pen for less than five taka... Here five is an adjective

Rule:20
প্রশ্নবোধক বাক্যে Wh word এরপর Noun থাকলে Wh word টি Adjective হয়।

Rule:21
Hyphenated adjectives:একাধিক noun হাইফেন দ্বারা যুক্ত হলে এগুলো adjective হিসেবে কাজ করে এবং তাদেরকে hyphenated adjective বলে । এগুলোর সাথে কোনসময় s/es/s যুক্ত হয়না। তবে মাঝে মাঝে পরীক্ষার প্রশ্নে হাইফেন না ও থাকতে পারে , কিন্তু নিয়ম ঠিক থাকবে
Eight-century-old --- adjective

Rule:22
Adjective ending with -ed and ing :কিছু কিছু ed / ing যুক্ত verb, adjective হিসেবে কাজ করে। এদের verbal adj বলে
I helped a drowning man .

Rule:23
Verb+ing(gerund), to+ base form of verb ( infintive ) বাক্যেও subject /object হিসেবে ব্যবহৃত হতে পারে।
Walking is a good exercise.

use of preposition

3 comments

Tuesday, November 6, 2018



1.What is Preposition ?
Ans : pre অর্থ পূর্বে , position অর্থ অবস্থান । যে সকল পদ noun বা pronoun এর আগে বসে অন্য কোন শব্দের মধ্যবর্তী সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে । অন্যভাবে বলা যায় যে word একটি noun বা pronoun বা noun-equivalent এর পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word এর সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে Preposition বলে ।
Preposition প্রধানত – simple , compound , double , complex etc ভাগে বিভক্ত ।
Simple Preposition - in , at , up , to , by , for , from , of , through , over ইত্যাদি ।
compound ও double Preposition - without , into , upon , about , above , before , after , between , inside , beside , beyond ইত্যাদি ।
complex Preposition – according to , in according with , in fornt of , in case of , with a view to ইত্যাদি
 preposition

বিভক্তি
Preposition
Example
কর্তায় ১মা

Ramkamal is a boy.
কর্মে ২য়া
কে,রে,প্রতি
To
The boy goes to school.
The book was given to ram.
করণে ৩য়া
দারা,দিয়া,কর্তৃক


By


The snake was killed by ram.
নিমিত্তে ৪র্থী
জন্য
For
I waited for him.
অপাদানে ৫মী
হইত,থেকে, চেয়ে
From
Than
The apple fell from the tree.
সম্বন্ধে ৬ষঠী
,এর
Of
This is the book of ram.
অধিকরনে ৭মী
, ,  তে
In ,at
He lives in Calcutta .



Appropriate Preposition

Abide by -  মেনে চলা
Blind to – উপেক্ষা করে না দেখা
Look  after – দেখাশুনা করা
Abide with – সঙ্গে থাকা 
Blind in – অন্ধ
Look for – খোঁজা
Abide in – বাস করা

Look into – অনুসন্ধান করা

Care for – গ্রাহ্য করা
Look over – পরীক্ষা করা
Agree with – ব্যক্তির সাথে একমত
Care of – যত্ন নেয়া

Agree to – ব্যক্তি ছারা অন্যকিছুর সাথে একমত

Live on – খেয়ে বাঁচা

Call on – কারও সাথে দেখা করা
Live in – বাস করা
Adimit of – সুযোগপ্রাপ্ত হওয়া
Call in – ডেকে আনা
Live at – ছোট স্থানে বাস করা
Adimit to ভর্তি করা
Call for – চাওয়া
Live beyond – কোনোভাবে বাঁচা
Adimit into – প্রবেশ করতে দেওয়া



Consist of – গঠিত
Good  for – ভালো
Attend to – মনোযোগ
Consist in – নিহিত থাকা
Good at – দক্ষ
Attend on – সেবা করা



Die of – রোগে মরা
Talk to/ with – কথা বলা
Angry at – কোন বস্তুর প্রতি ক্রদ্ধ হওয়া
Die by – দুর্ঘটনাই মরা
Waste of – অপচয়
Angry with  - ক্রদ্ধ হওয়া
Die for – আত্মত্যাগ করা
Wait for – অপেক্ষা করা

Die from – পরিণতিতে মরা
Essential to – আব্যশক
Think  of/about – –ব্যক্তির ক্ষেত্রে চিন্তা
                                 করা

Exchange for – বিনিময় করা
Think over - বস্তুর ক্ষেত্রে চিন্তা করা
Play at -  খেলা
Famous for – বিখ্যাত

Play on – বাজানো
Faith in -  বিশ্বাস
Aware of –  সচেতন

Gifted with – ভূষিত
According to – অনুসারে
Listen to – শোনা
Divide into -  ভাগ করা


Sentences and functions

No comments



SENTENCE 
01.SENTENCE কাকে বলে ?
 উ: যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা সম্পূর্ণরুপে প্রকাশ করে তা কে SENTENCE বলে ।

02. SENTENCE কত প্রকার ও কি কি? 
উ: অর্থভেদে sentence ৫ প্রকার ।
1. Assertive sentence (বিবৃতিমূলক) 
2. Introgative sentence (প্রশ্নবোধক) 
3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক) 
4. Optative sentence (প্রার্থনামূলক) 
5. Exclamatory sentence (বিস্ময়সূচক)
 Structure
01.Assertive sentence : যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় । 
Assertive sentence ২ প্রকার :
i.Affirmative sentence : sub.+ verb + extension
She is well today
ii.Negative sentence : sub.+ verb + not + extension
She is not well today

02.Interrogative sentence : যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় ।
Question word+auxiliary verb+sub+principal verb+Ext.+? 
Where did he live ? 
Where did he go yesterday ?

03.Imperative sentence : যে sentence দ্বারা আদেশ,উপদেশ,অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় ।
 Structure:
i.verb+extension.
Don’t go .
ii.নিষেধ বোঝালে:Don’t + sub + verb + ext.
Don’t  open the door .
iii.অনুরোধ বোঝালে:please + verb + ext.
please help me
iv.let এর জন্যঃ  let +1st person/3rd person এর obj.+ verb + ext.
let me / him go out.

04.Optative sentence: যে sentence এ মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় ।
Structure: May + subject + verb + extention.
May you prosper day by day.

05.Exclamatory sentence: যে sentence এ মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায়।
Structure:   what  a/an বা how + adjective + sub. + verb + ext. 
What  a fine bird it is ! 
How beautiful you are !

Alas/Hurrah এর জন্য:
Structure:  Alas/Hurrah + ! + sub.+ verb + extension.
Alas ! I am undone!

If/had এর জন্য:
Structure: If/had + subject + verb + extension + !
If I were a king !

গঠন অনুসারে sentence তিন প্রকার -
i. simple
  ii. complex
      iii.compound
 
করনীয়:
১: অর্থভেদে sentence কত প্রকার ? কি কি?
২: গঠন অনুসারে sentence কত প্রকার ? কি কি?
৪: Assertive কাকে বলে? ?কত প্রকার ? কি কি
৫: Imperative ও Optative sentence এর মধ্যে পার্থক্য কি ?
৬: Exclamatory sentence এর Structure গুলো লিখ।
৭: simple,complex,compound sentence এর সংঙ্গা লিখ । ও একটি করে উদাহরণ দাও।
৮:subject কি ?
৯: object কি ?

১.  She is not well today
২. What a fine bird it is !
৩. Don’t open the door
৪. please help me
৫. let me/him go out
৬. If I were a king !
৭. May you prosper day by day.
Requirment: (a) sentence (b) subject (c) verb (d) article (e) object নির্ণয় কর
Don't Miss
© all rights reserved
made with by templateszoo